বিয়ে মানেই সোনার গয়নার প্রতি একটা ঝোঁক থাকেই সবার। সোনা কিনতে গিয়েই এখন ১০ বার ভাবতে হচ্ছে সবাইকে। নাগালের বাইরে এখন সোনার দর, যা নিয়ে চিন্তার ভাঁজ কপালে।
বিয়ে মানেই সোনার গয়নার প্রতি একটা ঝোঁক থাকেই সবার। সোনা কিনতে গিয়েই এখন ১০ বার ভাবতে হচ্ছে সবাইকে। নাগালের বাইরে এখন সোনার দর, যা নিয়ে চিন্তার ভাঁজ কপালে। তবে এবার এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম। বিয়ের মরশুমে ভারতীয় বাজারে সস্তা হল সোনার দাম। সামনেই অক্ষয়তৃতীয়া, তার আগে অনেকটাই কমল সোনার দাম। সোনার পাশাপাশি রুপোর দামও বেশ কিছুটা কমেছে। ২৮ এপ্রিল, বৃহস্পতিবার অনেকটাই দাম কমেছে সোনার। ২২ ক্যারেট (১০ গ্রাম) হলমার্ক সোনার দাম ৫০,৪০০ টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৫২,৮৬০ টাকা। ১ কেজি খুচরো রুপোর দাম হয়েছে ৬৫,৫৫০ টাকা।