আজ শুক্লা চতুর্দশী। আজ তারাপীঠে তারা মায়ের আবির্ভাব দিবস। বিশেষ পুজো পাঠের মধ্যে দিয়ে করা হচ্ছে শক্তির আরাধনা। তারা মায়ের আবির্ভাব দিবস উপলক্ষ্যে মন্দিরে পুণ্যার্থীদের ভিড়। আজ ভোরে মূল মন্দির থেকে মায়ের বিগ্রহ বের করে, পশ্চিম দিকে মুখ করে বসানো হয় বিশ্রাম মঞ্চে। সকালে মঙ্গলারতির পর দেওয়া হয় শীতল ভোগ। এরপর দুপুরে ফল ভোগ। সন্ধ্যারতির পর বিগ্রহকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হবে মূল মন্দিরে। সেখানে অভিষেকের পর শুরু হবে ভোগ রান্না। রাতে মাকে দেওয়া হবে অন্ন ভোগ।
আজ শুক্লা চতুর্দশী। আজ তারাপীঠে তারা মায়ের আবির্ভাব দিবস। বিশেষ পুজো পাঠের মধ্যে দিয়ে করা হচ্ছে শক্তির আরাধনা। তারা মায়ের আবির্ভাব দিবস উপলক্ষ্যে মন্দিরে পুণ্যার্থীদের ভিড়। আজ ভোরে মূল মন্দির থেকে মায়ের বিগ্রহ বের করে, পশ্চিম দিকে মুখ করে বসানো হয় বিশ্রাম মঞ্চে। সকালে মঙ্গলারতির পর দেওয়া হয় শীতল ভোগ। এরপর দুপুরে ফল ভোগ। সন্ধ্যারতির পর বিগ্রহকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হবে মূল মন্দিরে। সেখানে অভিষেকের পর শুরু হবে ভোগ রান্না। রাতে মাকে দেওয়া হবে অন্ন ভোগ।