দুর্ঘটনার কবলে টলি অভিনেত্রী তথা তৃণমূলের রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, একটুর জন্য রক্ষা পেলেন অভিনেত্রী। বৃ্হস্পতিবার সকালে বাঁকুড়া থেকে কলকাতা ফেরার পথে পানাগড়ের কাছে রাজবাঁধ ওভার ব্রিজে তার গাড়িকে ধাক্কা মারে একটি ১২ চাকা গাড়ি।
পথদুর্ঘটনার কবলে রাজ্য তৃণমূলের সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৃ্হস্পতিবার সকালে বাঁকুড়া থেকে কলকাতা ফেরার পথে পানাগড়ের কাছে রাজবাঁধ ওভার ব্রিজে তার গাড়িতে ধাক্কা মারে একটি ১২ চাকা লরি। এতেই চোট পান তৃণমূলের সম্পাদক তথা অভিনেত্রী। ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর গাড়িটিও। এদিন সকাল ৬.১৫ মিনিট নাগাদ ঘটে এই ঘটনা। বাঁকুড়ায় দলীয় কর্মসূচী সেরে বৃহস্পতিবার কলকাতায় ফিরছিলেন অভিনেত্রী তথা তৃণমূল রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সেই সময়েই ঘটে। সূত্রের খবর, এদিন সকাল ৬.১৫ মিনিট নাগাদ পশ্চিম বর্ধমানের রাজবাঁধ ওভার ব্রীজ পেরানোর সময় একটি ১২ চাকা গাড়ি পাশ থেকে ধাক্কা মারে তার গাড়িটিকে। দুর্ঘটনার পরে অন্যগাড়ি করে কলকাতায় না গিয়ে বাঁকুড়া ফিরে যান সায়ন্তিকা। এই ঘটনা নিয়ে সায়ন্তিকে বলেছেন, এর পিছনে কোনও চক্রান্ত থাকতে পারে। তবে সম্পূর্ণ ঘটনা ক্ষতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।