মদ্যপ অবস্থায় সমুদ্রে নেমে তলিয়ে যাচ্ছিলেন এক পর্যটক। জীবনের ঝুঁকি নিয়ে তাঁকে উদ্ধার করলেন এক নুলিয়া। শনিবার এমনই ঘটনার সাক্ষী থাকল দিঘার সমুদ্র সৈকত। এ দিন দুপুরে এই ঘটননাটি ঘটে দিঘার মেরিনা ঘাটের কাছে।
অভিযোগ, উত্তম ডিন্ডা নামে ২৫ বছরের এক যুবক বন্ধুদের সঙ্গে দিঘায় বেড়াতে এসেছিলেন। এ দিন আকণ্ঠ মদ্যপান করে সমু্দ্রে নামেন তিনি। এর পরেই জোয়ারের সময় উত্তাল ঢেউয়ে তলিয়ে যেতে থাকেন পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের বাসিন্দা ওই যুবক। তাঁকে তলিয়ে যেতে দেখেই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন এক নুলিয়া। ঢেউয়ের সঙ্গে লড়াই করে ওই পর্যটককে উদ্ধার করেন কর্তব্যরত ওই নুলিয়া। প্রায় সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় যুবককে। এর পরে তাঁকে দিঘা হাসপাতালে ভর্তি করা হয়।