কালীপুজোর আগে সপ্তাহান্তে দিঘায় ভিড় করেছিলেন পর্যটকরা। কিন্তু অসময়ের টানা বৃষ্টির জেরে তাঁরাই এখন বেজায় বিপাকে। অবিরাম বৃষ্টির কারণে বহু পর্যটককেই হোটেলবন্দি হয়ে কাটাতে হচ্ছে। আবহাওয়ার কারণে সমুদ্রে স্নান করার ক্ষেত্রেও বিধি নিষেধ জারি করেছে প্রশাসন। ফলে ছাতা মাথা দিয়ে কোনওক্রমে সমুদ্রে পার দিয়ে ঘুরেই ফিরে যাচ্ছেন অনেকে। আর যাঁরা বৃষ্টি উপেক্ষা করে দিঘার আশেপাশের জায়গাগুলিতে ঘুরতে বেরোচ্ছেন, তাঁরাও হয়রান হচ্ছেন। কারণ বৃষ্টির কারণে এমনিতেই অটো, টোট বা ভাড়ার গাড়ি কমে গিয়েছে। যেগুলি রয়েছে, সেগুলি সুযোগ বুঝে দ্বিগুণ বেশি ভাড়া চাইছে।
বছরভরই দিঘায় অনেকে পিকনিক করতে আসেন। তাঁদেরকেও আবর্জনা এবং জমে থাকা জলের মধ্যেই পিকনিক সারতে হচ্ছে। দিঘার বেশ কয়েকটি রাস্তাজল ও কাদায় ভরে গিয়েছে। ফলে, রাস্তায় বেরিয়ে সবদিক দিয়েই ভোগান্তির শিকার হচ্ছেন পর্যটকরা। সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীরাও।