ঘূর্ণিঝড়ের যশের কারণে বাঁধা হল লঞ্চ। মোটা দড়ি ও মোটা শিকল দিয়ে বেঁধে ফেলা হয়েছে লঞ্চ। এমনই ছবি দেখা গেল হাওড়ার জেটি ঘাটে। নিরাপত্তার কারণে ছুটি বাতিল করে প্রতি লঞ্চের দায়িত্বে ৭ জন কর্মী। ইতিমধ্যেই লাল সতর্কতা জারি হয়েছে একাধিক জায়গায়। অন্যদিকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়েছে ট্রেন। এছাড়াও বাতিল করা হয়েছে বহু ট্রেন। ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড় তারই মোকাবিলায় চলছে প্রস্তুতি।