মদ্যপ চালকের ভুলেই ভেসেল সমেত বালি বোঝাই ট্রাক ডুবে গেল ভাগরথীতে। নদী পার করার সময় এমনই বিপত্তি ঘটল নদিয়ার শান্তিপুর থানার নৃসিংহপুর ঘাটে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলেই খবর। সূত্রের খবর, শনিবার গভীর রাতে বালি বোঝাই ট্রাকটি বর্ধমানের কালনা ঘাট থেকে ভেসেলে তুলে নদী পার করে নৃসিংহপুর ঘাটে আনা হচ্ছিল। কিন্তু ঘাটের একদম কাছাকাছি এসে দুর্ঘটনা ঘটে।
অভিযোগ, ট্রাক চালক মদ্যপ অবস্থায় থাকায় ভেসেল থেকে নামার সময়ে সেটি ভেসেল থেকে নামার সময় তিনি নিয়ন্ত্রণ হারান। এর ফলে ভেসেলের একদিকে ভার বেশি হয়ে গিয়ে ট্রাক সমেত ভেসেল ডুবতে শুরু করে। বিপদ বুঝে ভেসেল থেকে সবাই নেমে আসেন। ঘটনায় কেউ হতাহত না হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা। ট্রাকটি নদী থেকে উদ্ধারের কাজ শুরু করেছে পুলিশ প্রশাসন। জানা গিয়েছে ট্রাকটি বীরভূমের সাঁইথিয়া থেকে নদিয়ায় আসছিল। অভিযুক্ত ট্রাক চালক পলাতক।