দলের সাংসদের সামনেই মঞ্চের উপরে প্রকাশ্যেই হাতাহাতিতে জড়ালেন জেলা বিজেপি-র দুই শীর্ষ নেতা। পরিস্থিতি এমন পর্যায়ে গড়াল যে মারপিট করতে করতে মঞ্চ থেকেই পড়ে গেলেন দুই নেতা। বিরক্ত হয়ে মঞ্চ থেকেই নেমে গেলেন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম। বৃহস্পতিবার এমনই ঘটনা ঘটল ঝাড়গ্রামের আমলাগোড়ায়। যার জেরে প্রবল অস্বস্তিতে পড়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। যে দুই নেতা হাতাহাতিতে জড়িয়ে পড়েন, তাঁরা হলেন জেলা বিজেপি-র সহ- সভাপতি প্রদীপ লোধা ও জেলা সম্পাদক মদন রুইদাস। যার জেরে দুই নেতার অনুগামীদের মধ্যেও উত্তেজনা দেখা দেয়।
বৃহস্পতিবার দুপুরে আমলাগোড়ায় সংকল্প যাত্রার মাঝেই পথসভা হওয়ার কথা ছিল বিজেপি-র। সেখানে হাজির ছিলেন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ। অভিযোগ, পথসভার মঞ্চের চেয়ারের উপরে থাকা বৃষ্টির জল মোছা নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন দুই নেতা। যা গড়ায় হাতাহাতিতে। প্রদীপ লোধার অভিযোগ, 'মঞ্চে সাংসদের পাশের চেয়ারে জল থাকায় তা মুছতে গিয়েছিলাম, মদন রুইদাস চেয়ারটা টানতেই আমি পড়ে যাই, আমার মুখে সপাটে ঘুষিও মারেন উনি। আমি কিছু না বলেই মঞ্চ থেকে নেমে আসি। দলের কর্মীর কাছে মার খাবো ভাবতে পারিনি, পুরো ঘটনা জেলা নেতৃত্বকে জানিয়েছি।' অন্যদিকে মদন রুইদাসের অভিযোগ, 'বৃষ্টি হওয়ায় মঞ্চের চেয়ারগুলি মুছতে গিয়েছিলাম। সেই সময় সাংসদের সামনেই প্রদীপ লোধা আমাকে কিল, চড়, ঘুষি মারতে থাকেন। এমন কী, আমাকে মারধর করার চেষ্টা করে তাঁর অনুগামীরা। পুরোটাই পূর্ব পরিকল্পিত ছিল।'