বাবাকে বাচাঁতে গিয়ে বাড়ি ভেঙে পড়ে মৃত্যু হল দুই ভাইয়ের। ঘটনার জেরে গুরতর জখম হয়েছেন বাবা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর থানার সুপুর গ্রামে। মৃত দুই ভাইয়ের নাম সন্তোষ বিশ্বাস (৫২) ও বিকাশ বিশ্বাস (৪৬)। বাবা অনিল বিস্বাসকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় সূত্রে খবর, জয়পুর থানার সুপুর গ্রামে একটি ৬০ থেকে ৭০ বছরের পুরানো মাটির বাড়িতে থাকতেন অনিল বিশ্বাস ও তাঁর পরিবার। বৃহস্পতিবার রাতে যখন পরিবারের সদস্যরা সবাই ঘুমাচ্ছিলেন সেই সময় আচমকাই বাড়ির একাংশ ভেঙে পড়তে শুরু করে। বিষয়টি বুঝতে পেরে দুই ছেলে সহ বাড়ির চার জন সদস্য বাইরে বেরিয়ে আসে। কিন্তু ঘরের মধ্যে থেকে যান অনিল বিশ্বাস। জীবনের ঝুঁকি নিয়ে বাবাকে বাঁচাতে ছুটে যান দুই ভাই। ঠিক সেই সময়েই গোটা বাড়িটি হুড়মুড় করে ভেঙে পড়ে তিন জনের ওপর। পরে গ্রামবাসী ও পুলিশ চেষ্টায় বাবা অনিল বিশ্বাসকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করতে পারলেও দুই ভাই সন্তোষ ও বিকাশ বিশ্বাস ঘটনাস্থলেই মারা যান। পরে জয়পুর থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে। একসঙ্গে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া পরিবারে।