আংশিক লকডাউনে দিঘা এখন পর্যটক শূন্য। যশের পর এখনও দিঘায় উত্তাল সমুদ্র। এরই মধ্যে ৪ ব্যবসায়ী দিঘায় যায় কাজের সূত্রে। হাওড়ার লিলুয়া থেকে তাঁরা সেখানে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার দুপুরে ওল্ড দিঘা -র সমুদ্রে নামে তাঁরা স্নান করতে। স্নান করতে নেমেই তলিয়ে যান দুই ব্যবসায়ী। দুই ব্যবসায়ীর নাম নূর মোহাম্মদ মীরদা এবং মইদুল নস্কর। সমুদ্র থেকে তাঁদের উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য পাঠানো হয়।