হলদিয়ার এক্সাইড কারখানায় শ্রমিক বিক্ষোভ, গ্রেফতার ২

হলদিয়ার এক্সাইড কারখানায় শ্রমিক বিক্ষোভ। বিক্ষোভের জেরে কাজও ব্যাহত হচ্ছে সেখানে। কারখানার কর্তৃপক্ষের তরফ থেকে থানায় অভিযোগ জানায়। মঙ্গলবার বিক্ষোভকারীদের মধ্যে দু'জনকে গ্রেফতার করা হয়। বুধবার এদের হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে।

হলদিয়ার এক্সাইড কারখানায় শ্রমিক বিক্ষোভ। বিক্ষোভের জেরে কাজও ব্যাহত হচ্ছে সেখানে। কারখানার কর্তৃপক্ষের তরফ থেকে থানায় অভিযোগ জানায়। মঙ্গলবার বিক্ষোভকারীদের মধ্যে দু'জনকে গ্রেফতার করা হয়। বুধবার এদের হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে। দু'দিন হলদিয়ার এক্সাইড কারখানায় শ্রমিক বিক্ষোভে যেরে কাজের ক্ষতি হচ্ছে বলে অভিযোগ। তাই কর্তৃপক্ষের তরফ থেকে দুর্গাচক থানায় এফআইআর দায়ের করা হয়। মঙ্গলবার সঞ্জয় ববন্দ্যোপাধ্যায় হলদিয়ার পর্যবেক্ষক ও তাপস মাইতি জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতাদের গ্রেফতার করা হয়। বুধবার এঁদের হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে। রাজ্য আইএনটিটিইউসি-এর সভাপতি ও শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটক হলদিয়া শিল্পাঞ্চলের কর্তৃপক্ষদের সঙ্গে বৈঠকও করেন। বেশ কিছু শ্রমিকরা সেখানে জানান বেশ কয়েকজন সেখানে বিক্ষোভ দেখাচ্ছে, যার জেরে কাজেরও সমস্যা হচ্ছে। একজন তাঁদের মধ্যে জানান, কাজ করতে আসা অনেককেই বিক্ষোভকারীরা হুমকিও দিচ্ছেন, যার জেরে কাজের ওপর প্রভাব পড়ছে। 

09:45'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে' মন্তব্য শুভেন্দু অধিকারীর04:33রোহিঙ্গাদের টাইট দিতে চরম দাওয়াই শুভেন্দুর, দেখুন ক্ষমতায় এলে কী করবেন তিনি?04:36'ক্ষমতায় এলেই জঙ্গি মুক্ত বাংলা গড়ব' হাওড়ার জনসভা থেকে হুঙ্কার শুভেন্দুর03:33ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! বাংলাদেশের প্রধানকে ধুয়ে যা বললেন অধীর রঞ্জন চৌধুরী04:31‘৫০% মুসলমান হলে পশ্চিমবঙ্গের অবস্থাও বাংলাদেশের মতো হবে’ বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর03:31অবশেষে নির্ধারিত হলো আরজি কর মামলার রায় ঘোষণার দিন! শেষ পরিণতি কী হবে, অপেক্ষায় পুরো রাজ্য03:02'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর06:37Bhangar : তেড়ে এলেন আরাবুল, তুমুল উত্তেজনা! তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত ভাঙড়02:39পাসপোর্ট জালিয়াতির মামলায় ফের পুলিশের হাতে বড়সড় সাফল্য! চাঞ্চল্য চন্দননগরে05:01'সরকারি কর্মচারীদের বেতন বন্ধের দিকে এগোচ্ছে মমতা' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর