জলপাইগুড়ি থেকে চিতাবাঘের চামড়া উদ্ধার। এই ঘটনায় ধৃত দু'জন সন্দেহভাজন। জলপাইগুড়ির জলপাই মোড় থেকে উদ্ধার হয় চিতার চামড়া। শনিবার সকালে উদ্ধার হয় চিতাবাঘের চামড়া। বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত-র নেতৃত্বে এই অভিযান হয়।
জলপাইগুড়ি থেকে চিতাবাঘের চামড়া উদ্ধার। এই ঘটনায় ধৃত দু'জন সন্দেহভাজন। জলপাইগুড়ির জলপাই মোড় থেকে উদ্ধার হয় চিতার চামড়া। শনিবার সকালে উদ্ধার হয় চিতাবাঘের চামড়া। বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত-র নেতৃত্বে এই অভিযান হয়। চিতাবাঘের চামড়া উদ্ধার সেই সঙ্গেই ধৃত দুই দার্জিলিঙের সন্দেহভাজন চোরাকারবারি। শনিবার সকালে শিলিগুড়ি সংলগ্ন জলপাইগুড়ি জেলার জলপাই মোড় থেকে চিতা বাঘের চামড়া সহ ২জনকে গ্রেফতার করে বৈকুন্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জ। উত্তরবঙ্গের কোনও অভয়ারণ্য থেকে চিতা বাঘ মেরে চামড়া নেপালে পাচারের সময় ধরা পড়ে বলে জানা গিয়েছে। তবে কোন অভয়ারণ্য থেকে চিতা বাঘটিকে মারা হয় জানাযায়নি। বন্যপ্রানীর দেহাংশ পাচারকারিরা একটি সুমো গাড়িতে ছিল সংখ্যায় তিনজন। একজন গাড়ি নিয়ে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে এই অভিযান করা হয়। সেখানেই দু'জন ধরা পড়লেও একজন পালিয়ে যায় গাড়ি নিয়ে। দুডনেই দার্জিলিঙের বলে জানা গিয়েছে।