লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই বাইক আরোহীর। ঘটনার পর থেকেই পলাতক লরি চালক। ঘটনাটি ঘটেছে দীঘা কোস্টাল থানা এলাকার ১১৬ বি জাতীয় সড়কের ওপর ফতেপুরে। বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষের পর বাইকটি লরির নীচে ঢুকে আটকে যায়। এরপর লরিটি প্রায় ২০০ মিটার বাইককে টেনে নিয়ে যায়। রাস্তার সঙ্গে সংঘর্ষের ফলে আগুন লেগে যায় বাইকটিতে। পরে লরিতেও আগুন লেগে যায়। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। দমকলের সঙ্গেই পুলিশও পৌঁছায় ঘটনাস্থলে। ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ে একাধিক পর্যটক এর গাড়ি ও পণ্যবাহী লরি। ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই লরি চালকের খোঁজ শুরু করেছে।