নিজের খাসতালুক দিনহাটাতেই আক্রান্ত হলেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। ভাঙচুর করা হয় তৃণমূল বিধায়কের গাড়ি। অভিযোগের তির বিজেপি-র দিকে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটার নয়ারহাট রসমন্তা এলাকায়। অভিযোগ, হামলার সময় গাড়ির মধ্যেই ছিলেন দিনহাটার তৃণমূল বিধায়ক। তিনি গাড়িতে করে ওই এলাকা দিয়ে যাওয়ার সময়ই গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। ইটের আঘাতে গাড়ির সামনের কাচ ভেঙে গেলেও উদয়নবাবুর কোনও আঘাত লাগেনি।
ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় সাহেবগঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী। ঘটনার পর হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। এর পাল্টা তৃণমূলও এলাকায় বেশ কয়েকজন বিজেপি সমর্থকের বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ।