টিউবওয়েল থেকে শুরু করে সাব মার্সিবল পাম্প। সব কিছুর মুখ থেকেই বেরোচ্ছে আগুনের শিখা। কলের মুখের কাছে দেশলাইয়ের কাঠি ধরলেই দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন। উত্তর চব্বিশ পরগণার দেগঙ্গা থানার চাকলা পঞ্চায়েতের মঞ্জিল হাঁটি মোল্লাপাড়ায় শুক্রবার দুপুর থেকে এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ভূগর্ভস্থ গ্যাস স্তরে ফাটল ধরেই এই ঘটনা ঘটেছে। পুলিশের পক্ষ থেকেই দমকল এবং ওএনজিসি- কেও খবর দেওয়া হয়েছে। এ দিনই ওএনজিসি- র প্রতিনিধিদের ঘটনাস্থলে পৌঁছনোর কথা।
খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। অনেকেই নিজেদের কলের মুখে আগুন জ্বালিয়ে পরীক্ষা করেও দেখেন। ভয়ে জল কিনে খেতে শুরু করেছেন এলাকার অনেক বাসিন্দা।