সোমবার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। তৃণমূলের পর এবার বিজেপির প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ। খড়্গপুরে বিজেপির প্রাক্তন রাজ্য সম্পাদক-এর বাড়িতে ভাঙচুর। হামলা চালায় ক্ষুব্ধ বিজেপি কর্মী-সমর্থকরা। বিজেপি নেতার বাড়ির জানলার কাঁচ ভেঙে দেওয়া হয়।
তৃণমূলের পর এবার বিজেপির গোষ্ঠী কোন্দল চরমে। টিকিট না পেয়ে বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা খড়গপুর পৌরসভা নির্বাচনের কনভেনার তুষার মুখার্জির বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকরা। এলাকারই শক্তি কেন্দ্র প্রমুখ সৌমেন দাসের স্ত্রীকে টিকিট না দেওয়ায় সৌমেন দাস সহ বিক্ষুব্ধ বিজেপির কর্মী-সমর্থকেরা কয়েকজন মহিলা মিলে বিজেপির এই নেতার বাড়িতে ব্যাপক হামলা চালায়। ভেঙ্গে দেওয়া হয় বাড়ির সামনে থাকা গাড়ি। বাড়ির জানালার কাচ ভেঙে দেওয়া হয়। ইট বৃষ্টি হয় গটা বাড়িজুড়ে। রাতেই ওই বিজেপি নেতা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তদন্ত করে যায়। যদিও ওই নেতা তুষার মুখার্জি জানিয়েছেন শক্তি কেন্দ্র প্রমুখ সৌমেন দাস বিলু আগেই জানিয়ে দিয়েছিল তার স্ত্রীকে টিকিট না দিলে অবস্থা খারাব করে দেবো। গতকাল বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর তার বাড়িতে হামলা চালায়। যদিও ওই নেতা জানিয়েছেন দিলীপ ঘোষের সঙ্গে কথা হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে কাউকে বরদাশ্ত করা যাবে না।