'বোনের' সঙ্গে চটুল নাচ, ভাইরাল তৃণমূল নেতার নাচের ভিডিও

  • হুগলির তৃণমূল নেতা শেখ সফিকুল ইসলাম
  • ধনেখালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি
  • পারিবারিক অনুষ্ঠানে বোনের সঙ্গে নাচ, দাবি নেতার

মহিলার সঙ্গে তৃণমূল নেতার নাচ। আর সেই ভিডিও-ই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এক মহিলার সঙ্গে চুটিয়ে নাচলেন ধনেখালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান শেখ সফিকুল ইসলাম। হুগলির ধনেখালির কালীতলার ঘটনা। তৃণমূল নেতার অবশ্য দাবি, তিনি পারিবারিক অনুষ্ঠানে নাচ করছিলেন। যে মহিলার সঙ্গে তিনি নাচছিলেন, তিনি সম্পর্কে তাঁর বোন। যদিও তৃণমূল নেতার এই ভিডিও- কে হাতিয়ার করে স্থানীয় বিজেপি নেতাদের অভিযোগ, এটাই তৃণমূলের সংস্কৃতি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অবশ্য দাবি, ওই তৃণমূল নেতাকে অনেক দিন আগে থেকেই পঞ্চায়েতের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল নেতারও দাবি, অসুস্থ থাকায় তিনি প্রায় ছ' মাস পঞ্চায়েত অফিসে যাচ্ছেন না। 

তৃণমূল নেতা পারিবারিক অনুষ্ঠানে বোনের সঙ্গে নেচেছেন বলে দাবি করলেও নাচের সময় তাঁর অঙ্গভঙ্গি যথেষ্টই আপত্তিকর ছিল বলে অভিযোগ বিরোধীদের। নাচের অনুষ্ঠান চলাকালীন উপস্থিত একজনকে ওই মহিলার সামনে টাকার বান্ডিল ধরে থাকতেও দেখা গিয়েছে। 
 

09:23Suvendu Adhikari : এই সরকার সব তুলে দিয়েছে! ক্লাস টেন পাশ করলেই মোবাইল কেনো আর গেম খেলো : শুভেন্দু অধিকারী02:23দেখুন কামুক প্রতিবেশীর কাণ্ড! একলা পেয়ে নাবালিকাকে নিশানা! তারপর যা হলো06:48Shantipur : সামান্য ডিম চুরি সন্দেহে এত বড় কাণ্ড! কিশোরীকে পুকুরে চুবিয়ে রাখার অভিযোগ, গ্রেফতার ১02:19বাংলাদেশের ঘটনা নিয়ে মমতাকে প্রশ্ন শুভেন্দুর, পাল্টা ক্ষোভ উগরালেন কুণাল ঘোষ03:00‘সোমবারেই আমি সব ফাঁস করবো’ তৃণমূলকে সরাসরি আক্রমণ শুভেন্দুর, দেখুন02:37‘বাংলাদেশের এমন কিছু ভিডিও আছে যা দেখলে শেউরে উঠবেন’ বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর02:22হিন্দু হওয়ার অপরাধে প্রধান শিক্ষককে বাধ্য করা হল পদত্যাগ করতে, গর্জে উঠে যা বললেন শুভেন্দু04:00'কীভাবে তৃণমূল ভোটে জিতেছে মানুষ এবার বুঝতে পারছে', জঙ্গি যোগ নিয়ে রাজ্য সরকারকে ধুয়ে দিলেন শুভেন্দু04:21কীভাবে দেশ রক্ষা পাবে ধর্ম রক্ষা পাবে? ভরা সভায় উপায় বলে দিলেন দিলীপ ঘোষ03:24Agnimitra Paul News: ‘তৃণমূলের ভীত হচ্ছে চোর ডাকাত’ মমতাকে সরাসরি তোপ অগ্নিমিত্রার