ব্যাপক উত্তেজনা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। গেটের বন্ধ ব্যরিকেড ভেঙে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের উপর চড়াও জনতা। ব্যপক ইট বৃষ্টি। মারামারি। বাঁশ লাঠি হাতে হবু ডাক্তাররা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এখনো ব্যাপক উত্তেজনা এমনকি পুলিশকে মারধর করা হয় ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে। চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছেন রাজ্যের বহু হাসপাতালের চিকিৎসকরা। আগেই আশঙ্কা ছিল এর ফলে ভেঙে পড়তে পারে রাজ্যের চিকিৎসা পরিকাঠামো। হচ্ছেও তাই। এবার রণক্ষেত্র হয়ে উঠল বর্ধমান।