ভোট পরবর্তী হিংসার রেশ যেন কাটছেই না। ফের বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ। অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ভাটপাড়া থানার কাঁটাবটতলা এলাকার ঘটনা। বিজেপি কর্মী গৌরাঙ্গ সরকারের বাড়িতে বোমাবাজির অভিযোগ। তাঁর বাড়িতে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। মহিলা বিজেপি কর্মীর শ্লীলতাহানিরও অভিযোগ উঠেছে সেখানে। এই ঘটনা ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।