বিজেপি-র বিজয় মিছিল ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতেই মিছিল করা নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশকে লক্ষ্য করে ইট এবং জুতো ছোড়ার অভিযোগ ওঠে। যার ফলে বেশ এক পুলিশকর্মী এবং সিভিক ভলেন্টিয়ারদের মাথা ফাটে বলে অভিযোগ। বিজেপি সমর্থকরা পুলিশকে তাড়া করে বলেও অভিযোগ। বিজেপি সমর্থকদের ছত্রভঙ্গ করতে পাল্টা লাঠি চার্জ শুরু করে পুলিশ। ছোড়া হয় টিয়ার গ্যাসও। বিশাল পুলিশবাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সবমিলিয়ে তীব্র উত্তেজনা ছড়ায় বুনিয়াদপুরের কোর্ট মোড়ের এলাকায়। বন্ধ হয়ে যায় দোকানপাট।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবার বিজয় মিছিল বন্ধের নির্দেশ দেন পুলিশকে। এ দিন গঙ্গারামপুরে পুলিশ ১৪৪ ধারা জারি করে বিজেপি-র মিছিল আটকায়। পুলিশের সঙ্গে বচসায় জড়ান দিলীপবাবুও। তাঁর অবশ্য দাবি, এ দিন মানুষকে ধন্যবাদ দিতে শান্তিপূর্ণ মিছিল হচ্ছিল। পুলিশ সঙ্গে কথা বলার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মিছিল লক্ষ্য করে ইট ছোড়ে বলে অভিযোগ করেছেন দিলীপবাবু। পাল্টা দক্ষিণ দিনাজপুরের তৃণমূল জেলা সভাপতি এবং বালুরঘাটের প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষের অভিযোগ, দিলীপবাবু মিথ্যে কথা বলছেন। তাঁর দাবি, অশান্তি ছড়ানোর জন্যই বিভিন্ন জায়গায় বিজেপি বিজয় মিছিল করছে বলে তাঁর অভিযোগ।