রেলের হাই টেনশন ওভারহেডের খুঁটিতে উঠে সাধুর তান্ডব। সাধুবাবার এই কান্ডে চাঞ্চল্য ছড়ায় স্টেশনে চত্বরে। তাঁকে দেখতে ভিড় জমে মানুষের। পরে রেলপুলিশের তৎপরতায় বড়োসড়ো নামানো হয় সাধুকে। খুঁটি থেকে নেমে সাধুবাবা জানান, সার্কাস দেখানোর জন্য উঠেছিলাম। রেল পুলিশের এএসআই ডি কে মিশ্রা জানান, সাধু মানসিক ভারসাম্যহীন বলেই তাঁর অনুমান। তাঁর পরিচয় জানতে শুরু হয়েছে খোঁজ চলছে।