প্রকাশ্য দিবালোকে রাস্তার ওপর এক মহিলা হেলমেট দিয়ে মারছে আর এক মহিলা কে। আবার রাস্তায় উপর ফেলে পা দিয়েও মারছে কখনও, চুলের মুঠি ধরে মাটিতে ফেলে দিচ্ছে। অপরদিকে আর এক ব্যক্তিকে এক যুবক কলার ধরে নিয়ে যাচ্ছে।
প্রকাশ্য দিবালোকে রাস্তার ওপর এক মহিলা হেলমেট দিয়ে মারছে আর এক মহিলা কে। আবার রাস্তায় উপর ফেলে পা দিয়েও মারছে কখনও, চুলের মুঠি ধরে মাটিতে ফেলে দিচ্ছে। অপরদিকে আর এক ব্যক্তিকে এক যুবক কলার ধরে নিয়ে যাচ্ছে। এমনটাই ঘটছে আসানসোলের বার্ণপুর রোডে। শুধু তাই নয়। মারধরের পর থানাতেও নিয়ে যাচ্ছে। অভিযোগ, হেলমেট হাতে মহিলার স্বামীর সাথে অবৈধ ভাবে সময় কাটাচ্ছিলেন প্রহৃত মহিলা। আগেও নাকি সতর্ক করা হয়েছিল। কিন্তু তারপরেও বৃহস্পতিবার সকালে আসানসোলের বার্নপুর রোডে এক হোটেল থেকে হেলমেট হাতে মহিলা তার স্বামী ও উক্ত মহিলাকে ধরে ফেলে এবং বেধড়ক পেটায়। আর আগেও আর এক দফার মারামারি হয়েছে হোটেলের সামনে। সেখানেও মারামারি হচ্ছে। জনগণ দেখছে। যদিও হোটেল কর্মী জানান অশান্তি হয়েছে। আজ সকালেই উক্ত পুরুষ এবং মহিলা হোটেলে এসেছিলেন। যদিও ব্যক্তির পরিচয় পত্র হোটেলের পক্ষ থেকে নেওয়া হয়েছিল। হোটেলের গার্ড জানান, উক্ত হোটেল থেকে বের করা হয় দুজনকে। তারপরই অশান্তি বেঁধে যায়। ঘটনাকে কেন্দ্র করে নিন্দার ঝড় উঠেছে এলাকায়।