রবিবাসরীয় সকাল থেকেই শুরু ভোট। জেলায় জেলায় জোর কদমে চলছে ভোট। সকাল ৭টা থেকে শুরু হয়ে গিয়েছে ভোট। পুরভোটে সকাল থেকেই একাধিক জায়গায় অশান্তির ছবি ধরা পড়ছে। ভোট ঘিরে উত্তেজনার ছবি ধরা পড়ছে একাধিক জায়গায়।
রবিবাসরীয় সকাল থেকেই শুরু ভোট। জেলায় জেলায় জোর কদমে চলছে ভোট। সকাল ৭টা থেকে শুরু হয়ে গিয়েছে ভোট। পুরভোটে সকাল থেকেই একাধিক জায়গায় অশান্তির ছবি ধরা পড়েছে। ভোট ঘিরে উত্তেজনার ছবি ধরা পড়ছে একাধিক জায়গায়। ছাপ্পা ভোট এবং বুথ জ্যামেরও অভিযোগ উঠেছে। একাধিক জায়গায় প্রার্থীদের মারধরেরও অভিযোগ উঠেছে। একই ছবি দেখা গেল ভাটপাড়ায়। ভাটপাড়ায় ভোট ঘিরে সকাল থেকেই উত্তেজনার ছবি ধরা পড়েছে। ইভিএম মেশিন ভাঙচুরের অভিযোগ উঠেছে সেখানে। ভাটপাড়া পুরসভার (Bhatpara Election) ৯ নম্বর ওয়ার্ডে ঘটে এই ঘটনা। কাঁকিনাড়ার গান্ধী বিদ্যাপীঠ স্কুলের ঘটনা। ৯ নম্বর ওয়ার্ডের ৪৩ নম্বর বুথে ঘটেছে এই ঘটনা। বুথের মধ্যেই সেখানে ইভিএম মেশিন পড়ে থাকতে দেখা যায়। এক ব্যক্তির বিরুদ্ধে আচমকাই ইভিএম মেশিন ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ, এক ব্যক্তি আচমকাই বুথের মধ্যে ঢুকে পড়ে তারপর ওই ব্যক্তি ইভিএম মেশিন নিয়ে তা ভেঙে দেয়। কে এমনটা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।