শাসকদল ভোটারদের ভয় দেখাচ্ছে, অভিযোগ নির্দল প্রার্থীর

শাসকদল ভোটারদের ভয় দেখাচ্ছে, অভিযোগ নির্দল প্রার্থীর

Published : Feb 24, 2022, 01:11 PM IST

শাসকদলের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ। অভিযোগ আনলেন বাঁকুড়ার  ১৮ নং ওয়ার্ডের নির্দল প্রার্থী। বহিরাগতদের নিয়ে এসে ভয় দেখানোর অভিযোগ। ভোটেও অশান্তির আসঙ্কা করছেন তিনি। ইতিমধ্যেই শান্তিপূর্ণ ভোটের জন্য প্রশাসনের কাছে আবেদন করেছেন। এই অভিযোগ অবশ্য মানতে নারাজ তৃণমূল।
 

ভোট যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে লাল মাটির শহর বাঁকুড়া। শাসক দলের বিরুদ্ধে এলাকায় ভয় দেখানো ও গোলমাল পাকানোর অভিযোগ সামনে আনলেন ১৮ নং ওয়ার্ডের নির্দল প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী। প্রসঙ্গত বাঁকুড়া পুরসভার ১৮ নং ওয়ার্ডের গতবারের তৃনমূল থেকে নির্বাচিত অনন্যা রায় চক্রবর্তীকে টিকিট দেয়নি দল। তৃনমূল প্রার্থী না করায় নির্দল হয়ে ভোট ময়দানে সামিল হয়েছে অনন্যা রায় চক্রবর্তী। এই ওয়ার্ডে কাকলি দত্ত কে প্রার্থী করে চমক দিয়েছে তৃনমূল। স্বাভাবিক ভাবে প্রাক্তন তৃনমূলের সাথে তৃনমূলের লড়াই এই ওয়ার্ডে জমজমাট হয়ে উঠেছে। এই ভোট যুদ্ধের মাঝেই শাসকদলের বিরুদ্ধে এলাকায় গোলমাল পাকানোর অভিযোগ আনলেন বহিস্কৃত তৃনমূলী নির্দল প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী। নির্দল প্রার্থীর অভিযোগ, বহিরাগতদের নিয়ে এসে শাসকদলের লোকজন ওয়ার্ডের ভোটারদের বিভিন্ন ভাবে ভয় দেখাচ্ছেন। বিভিন্ন ভাবে গোলমাল পাকানোর চেষ্টা করছেন। এর ফলে ভোট প্রক্রিয়া অশান্তি হবার আশংখ্যা করছেন নির্দল প্রার্থী। বাঁকুড়া মহকুমা শাসকের কাছে লিখিত ভাবে এমন অভিযোগ করেছেন। শান্তিপুর্ন ভাবে যাতে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয় প্রশাসনের নিকট আবেদন করেছেন নির্দল প্রার্থী। 

04:52Adhir Ranjan Chowdhury: ‘বিজেপির সঙ্গে সংঘাতে যেতে চান না মমতা!’ শাসকের আসল উদ্দেশ্য ফাঁস করলেন অধীর
04:47নন্দীগ্রামে SIR-এর কাজে কি সন্তুষ্ট কমিশন? খতিয়ে দেখলেন পর্যবেক্ষক নীলম মিনা
09:35Purba Medinipur: এক ঘণ্টায় বিজেপিকে ‘সাফ’ করার হুমকি তৃণমূল নেতাদের! পাল্টা দিয়ে চরম কটাক্ষ বিজেপির
06:39'এখন সুতো গোটাচ্ছে, যতদিন যাবে যন্ত্রণা বাড়বে' কাদেরকে ঠুকলেন শুভেন্দু?
09:06Suvendu Adhikari: ওয়াকফ বিল নিয়ে মমতাকে বিস্ফোরক আক্রমণ শুভেন্দুর! দেখুন কী বলছেন তিনি
10:55'এবার থেকে যেখানে যাবেন বন্দে মাতরম বাজান হবে' মমতাকে চরম বার্তা শুভেন্দুর
04:02West Bengal SIR News: ভারতীয় বাবার ‘অচেনা বাংলাদেশি ছেলে’! SIR হতেই সব কাণ্ড ফাঁস
06:52হুমায়ুনের বাবরি মসজিদ, গীতাপাঠের মঞ্চে মমতার অনুপস্থিতি! ধুয়ে দিলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল
03:57কেন যান নি গীতাপাঠের অনুষ্ঠানে? দেখুন কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
09:29Suvendu Adhikari: বঙ্কিমদা বলায় মোদীকে তুলোধনা তৃণমূলের, পাল্টা দিয়ে চরম আক্রমণ শুভেন্দুর