শাসকদল ভোটারদের ভয় দেখাচ্ছে, অভিযোগ নির্দল প্রার্থীর

শাসকদলের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ। অভিযোগ আনলেন বাঁকুড়ার  ১৮ নং ওয়ার্ডের নির্দল প্রার্থী। বহিরাগতদের নিয়ে এসে ভয় দেখানোর অভিযোগ। ভোটেও অশান্তির আসঙ্কা করছেন তিনি। ইতিমধ্যেই শান্তিপূর্ণ ভোটের জন্য প্রশাসনের কাছে আবেদন করেছেন। এই অভিযোগ অবশ্য মানতে নারাজ তৃণমূল।
 

ভোট যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে লাল মাটির শহর বাঁকুড়া। শাসক দলের বিরুদ্ধে এলাকায় ভয় দেখানো ও গোলমাল পাকানোর অভিযোগ সামনে আনলেন ১৮ নং ওয়ার্ডের নির্দল প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী। প্রসঙ্গত বাঁকুড়া পুরসভার ১৮ নং ওয়ার্ডের গতবারের তৃনমূল থেকে নির্বাচিত অনন্যা রায় চক্রবর্তীকে টিকিট দেয়নি দল। তৃনমূল প্রার্থী না করায় নির্দল হয়ে ভোট ময়দানে সামিল হয়েছে অনন্যা রায় চক্রবর্তী। এই ওয়ার্ডে কাকলি দত্ত কে প্রার্থী করে চমক দিয়েছে তৃনমূল। স্বাভাবিক ভাবে প্রাক্তন তৃনমূলের সাথে তৃনমূলের লড়াই এই ওয়ার্ডে জমজমাট হয়ে উঠেছে। এই ভোট যুদ্ধের মাঝেই শাসকদলের বিরুদ্ধে এলাকায় গোলমাল পাকানোর অভিযোগ আনলেন বহিস্কৃত তৃনমূলী নির্দল প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী। নির্দল প্রার্থীর অভিযোগ, বহিরাগতদের নিয়ে এসে শাসকদলের লোকজন ওয়ার্ডের ভোটারদের বিভিন্ন ভাবে ভয় দেখাচ্ছেন। বিভিন্ন ভাবে গোলমাল পাকানোর চেষ্টা করছেন। এর ফলে ভোট প্রক্রিয়া অশান্তি হবার আশংখ্যা করছেন নির্দল প্রার্থী। বাঁকুড়া মহকুমা শাসকের কাছে লিখিত ভাবে এমন অভিযোগ করেছেন। শান্তিপুর্ন ভাবে যাতে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয় প্রশাসনের নিকট আবেদন করেছেন নির্দল প্রার্থী। 

03:27Sukanta vs Suvendu : কি বললেন? সুকান্ত মজুমদারকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু অধিকারী02:20'চায়ের দোকানে চা বিক্রি করলে চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার04:37Rashifal Today: বুধবার ২২ জানুয়ারি ২০২৫ সারাদিন কেমন যাবে? জানুন আজকের রাশিফলে02:39নিষিদ্ধ ফেনসিডিল সহ পাচারকারীকে গ্রেফতার বিএসএফ-এর! তীব্র উত্তেজনা নদীয়ার কৃষ্ণগঞ্জে04:33‘সিবিআই হেরে গেল বলে মমতার নেতারা হাসাহাসি করছে’ মমতাকে চরম তুলোধোনা অধীর রঞ্জন চৌধুরীর08:41'এটা বিরলতম নয়! তো কোনটা? এবার বড় লড়াই হবে' অভয়ার বাড়িতে গিয়ে চরম ইঙ্গিত শুভেন্দুর10:14'মা হতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝবেন কি করে মায়ের যন্ত্রণা?' বিস্ফোরক তাপস রায়02:28‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন মমতা’ মমতা ব্যানার্জিকে দুষলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল01:41North 24 Parganas News: আগুনের লেলিহান শিখার কবলে বিরিয়ানির দোকান! চরম আতঙ্ক ব্যারাকপুরে07:57Basanti Update : কিশোরীকে ধান ক্ষেতে অমন অবস্থায় দেখেই আঁতকে উঠলো পরিবার ! ত্রিকোণ সম্পর্কেই কি এই পরিণতি? দেখুন