মধ্যমগ্রাম-এ সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মারধরের অভিযোগ

ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত মধ্যমগ্রাম। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মারধরের অভিযোগ। পুলিশের বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ না নেওয়ার অভিযোগ। মধ্যমগ্রামের ৭নং ওয়ার্ডের ঘটনা। ইভিএম ভাঙচুরেরও অভিযোগ ওঠে সেখানে।

ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত মধ্যমগ্রাম। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মারধরের অভিযোগ। পুলিশের বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ না নেওয়ার অভিযোগ। মধ্যমগ্রামের ৭নং ওয়ার্ডের ঘটনা। ইভিএম ভাঙচুরেরও অভিযোগ ওঠে সেখানে। মধ্যমগ্রামের ৭ নম্বর ওয়ার্ডে ২০৪ ২০৫ নম্বর বুথে ইভিএম ভাঙচুর অভিযোগ বামফ্রন্টের এজেন্ট এই দুটি ইভিএম ভাঙচুর করে শাসকদলের অভিযোগ শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া চলার সময় বাম প্রার্থী দুটি ই  ভি এম মেশিন ভাঙচুর করে এই খবর সংবাদ মাধ্যম পাওয়ার পরেই ঘটনাস্থলে আসলে  সংবাদমাধ্যমের একাধিক প্রতিনিধি ছবি করার মুহূর্তেই শাসক দলের একাধিক গুন্ডাবাহিনী বুথের মধ্যেই  সংবাদমাধ্যমের ওপর হামলা করে বেধড়ক মারধর করায় একাধিক সংবাদ প্রতিনিধি কে ক্যামেরা ভাঙচুর করা হয় পুলিশ পুরো ঘটনাটাই দর্শক হিসেবে দেখেন সকাল থেকেই শাসকদল এখানে ছাপ্পা মারছিল এমনই অভিযোগ ছিল তার পরেই ইভিএম ভাঙচুর করে ফরওয়ার্ড ব্লক প্রার্থী একাধিক সংবাদমাধ্যমের ওপর হামলা করা হয় শাসক দলের গুণ্ডাবাহিনী বুথের মধ্যেই মারধর করা হয় পুলিশ নিরব  দর্শক হিসেবে দেখে বহিরাগতদের কোন ব্যবস্থা নিল পুলিশ।

03:00‘সোমবারেই আমি সব ফাঁস করবো’ তৃণমূলকে সরাসরি আক্রমণ শুভেন্দুর, দেখুন02:37‘বাংলাদেশের এমন কিছু ভিডিও আছে যা দেখলে শেউরে উঠবেন’ বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর02:22হিন্দু হওয়ার অপরাধে প্রধান শিক্ষককে বাধ্য করা হল পদত্যাগ করতে, গর্জে উঠে যা বললেন শুভেন্দু04:00'কীভাবে তৃণমূল ভোটে জিতেছে মানুষ এবার বুঝতে পারছে', জঙ্গি যোগ নিয়ে রাজ্য সরকারকে ধুয়ে দিলেন শুভেন্দু04:21কীভাবে দেশ রক্ষা পাবে ধর্ম রক্ষা পাবে? ভরা সভায় উপায় বলে দিলেন দিলীপ ঘোষ03:24Agnimitra Paul News: ‘তৃণমূলের ভীত হচ্ছে চোর ডাকাত’ মমতাকে সরাসরি তোপ অগ্নিমিত্রার02:19যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট04:01মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ শুভেন্দুর! ২৬-এ হবে আসল খেলা, দেখুন02:30ক্যানিং-এ জঙ্গি আটকের পর কড়া হলো পুলিশের নজরদারি! স্টেশনে পুলিশে নাকা তল্লাশি04:25Suvendu Adhikari News: কোলাঘাটে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর! দেখুন কী বললেন শুভেন্দু