সোনারপুরে নির্বাচনী প্রচারে এদিন দেখা গেল লাভলি মৈত্রকে। পুরভোটে তৃণমূলের জয়ের ধারা অব্যাহত থাকবে, বললেন তিনি। 'রাজপুর-সোনারপুর পুরসভার ৩৫টি ওয়ার্ডেই তৃণমূল জয়ী হবে'। 'সিপিএম-কংগ্রেস সারা বছর ঘুমিয়ে থাকে'-লাভলি মৈত্র। সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে, বললেন লাভলি।
মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের জেরে পুরভোটে জয়ের ধারা অব্যাহত থাকবে বলে সোনারপুরে নির্বাচনী প্রচারে বেরিয়ে মন্তব্য করলেন সোনারপুর দক্ষিন বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র। রাজপুর সোনারপুর পুরসভার ৩৫টি ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জিতবে বলে জানিয়েছেন তিনি। বামেদের কটাক্ষ করে তার অভিযোগ সারাবছর তারা ঘুমিয়ে থাকেন শুধু ভোটের সময় তাদের ঘুম ভাঙে। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন মানুষ বিজেপিকে ভোট দেয় না, প্রতিটা ভোটেই হেরে গিয়ে বিজেপি তাই সন্ত্রাসের অভিযোগ তুলে। মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিটি ভোটেই তৃণমূলের জয় হবে বলে জানান তিনি। মঙ্গলবার সকালে রাজপুর সোনারপুর পুরসভার ৯ ও ২০ নম্বর ওয়ার্ডে প্রচার করেন তিনি। প্রসঙ্গত, সোমবার ৪ পুরনিগমে ভোটের ফল সামনে এসেছে। ৪ পুর নিগমেই বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল। তৃণমূলের জয়ের আনন্দে এদিন সবাই মেতে উঠেছিলেন। শিলিগুড়ি, চন্দননগর, বিধাননগর এবং আসানসোল, এই ৪ কেন্দ্রেই বিপুল ভোটে জয়ী তৃণমূল, তারই আনন্দে এদিন আকাশে বাতাসে উড়েছে সবুজ আবির। সামনেই রয়েছে আরও ১০৮ টি পুরনিগমে নির্বাচন। তার প্রস্তুতিও শুরু হয়েছে ইতিমধ্যেই।