প্রতিবেশী যুবকের বিরুদ্ধে বৃদ্ধার ভোট দেওয়ার অভিযোগ

বৃদ্ধার ভোট দেওয়ার অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। কালিয়াগঞ্জ পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের একটি বুথের ঘটনা। অভিযোগ মানতে নারাজ যুবক। দেখিয়ে দিলাম কীভাবে ভোট দিতে হবে, দাবি যুবকের। এই ঘটনা ঘিরে তবে উত্তেজনা ছড়ায় সেখানে।
 

কালিয়াগঞ্জ পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের একটি বুথে এক বৃদ্ধার ভোট দিলেন প্রতিবেশী এক যুবক। এমনই অভিযোগে চাঞ্চল্য ছড়াল।  যদিও প্রতিবেশী ওই যুবক জানিয়েছে, পাড়ার ওই বৃদ্ধা চোখে দেখতে পাননা তাই তিনি ভোটদান কক্ষে ঢুকে ইভিএম এ কোথায় বোতাম টিপতে হবে তা দেখিয়ে দিয়েছেন। তিনি নিজে ভোট দিয়ে দেননি বা ওই বৃদ্ধা কোথায় ভোট দিয়েছেন তা তিনি দেখেন নি। কিন্তু ভোটারকে ভোট দিতে ওই যুবকের ভোটদান কক্ষে  প্রবেশের ঘটনা নিয়ে সংশ্লিষ্ট বুথে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসঙ্গত, রবিবার সকাল থেকেই একাধিক জায়গায় অশান্তির ছবি ধরা পড়লেও কালিয়াগঞ্জে শান্তিপূর্ণই ভোট চলছিল। তবে সেখানে এক যুবকের বিরুদ্ধে তাঁর প্রতিবেশীর ভোট দিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। কালিয়াগঞ্জ পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের একটি বুথে এক বৃদ্ধার ভোট দিয়ে দেওয়ার অভিযোগ ওঠে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। এমনই অভিযোগে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। যদিও প্রতিবেশী ওই যুবক জানিয়েছে, পাড়ার ওই বৃদ্ধা চোখে দেখতে পাননা তাই তিনি ভোটদান কক্ষে ঢুকে ইভিএম-এ কোথায় বোতাম টিপতে হবে তা দেখিয়ে দিয়েছেন। তিনি নিজে ভোট দিয়ে দেননি বা ওই বৃদ্ধা কোথায় ভোট দিয়েছেন তা তিনি দেখেননি। কিন্তু ভোটারকে ভোট দিতে ওই যুবকের ভোটদান কক্ষে  প্রবেশের ঘটনা নিয়ে সংশ্লিষ্ট বুথে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

05:07Bangladeshi Arrest : ২০১৭ থেকে এদেশে বাস বাংলাদেশী যুবকের! নথি জাল করে দেওয়ার অভিযোগে গ্রেফতার তৃণমূল কর্মী04:29Suvendu Adhikari : 'আপনার লজ্জা লাগেনা মমতা! ভোটার লিস্টে নাম, জঙ্গিরা দিচ্ছে ভোট' জোর ঠুকলেন শুভেন্দু04:39কবে থেকে অ্যাকশন শুরু বাংলাদেশের বিরুদ্ধে? খোলসা করলেন শুভেন্দু অধিকারী05:04কোন্নগরে অবৈধ জলের কারবার ফাঁস! হাতেনাতে পাকড়াও অবৈধ ব্যবসায়ীদের, দেখুন04:30Suvendu Adhikari : 'দিনকাল খুব খারাপ, পাশেই বাংলাদেশ' কি হতে চলেছে বড় ইঙ্গিত শুভেন্দুর, দেখুন09:23Suvendu Adhikari : এই সরকার সব তুলে দিয়েছে! ক্লাস টেন পাশ করলেই মোবাইল কেনো আর গেম খেলো : শুভেন্দু অধিকারী02:23দেখুন কামুক প্রতিবেশীর কাণ্ড! একলা পেয়ে নাবালিকাকে নিশানা! তারপর যা হলো06:48Shantipur : সামান্য ডিম চুরি সন্দেহে এত বড় কাণ্ড! কিশোরীকে পুকুরে চুবিয়ে রাখার অভিযোগ, গ্রেফতার ১02:19বাংলাদেশের ঘটনা নিয়ে মমতাকে প্রশ্ন শুভেন্দুর, পাল্টা ক্ষোভ উগরালেন কুণাল ঘোষ03:00‘সোমবারেই আমি সব ফাঁস করবো’ তৃণমূলকে সরাসরি আক্রমণ শুভেন্দুর, দেখুন