পুরভোটের প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার ডাক নুসরত-এর

হাতে আর মাত্র কটা দিনের অপেক্ষা, তারপরেই রয়েছে ভোট। জোর কদমে জেলায় জেলায় চলছে পুরভোটের প্রচার। পুরভোটের প্রচারে তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহান। প্রচারে গিয়ে 'বাংলা নিজের মেয়েকে চায়' স্লোগান তোলেন তিনি। বসিরহাটে এদিন তণমূল প্রার্থীদের হয়ে প্রচার করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার ডাক দেন নুসরত।
 

২০২১ এর বিধানসভা নির্বাচনের বাংলার নিজের মেয়েকে চায়, এবার সেই স্লোগান পৌরসভা নির্বাচনে। সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান, বসিহাট মহাকুমার বাদুড়িয়া টাকি বসিরহাট এই তিনটি পৌরসভায় দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে এসে প্রকাশ্য জনসভায় বললেন। যেভাবে ২১শে নির্বাচনে বাংলা নিজের মেয়েকে চায় আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করুন আরও একবার।  দিদি অতীতে ছিল বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে। পাশাপাশি যারা বাইরে থেকে এসেছিল যে রাজ্যে কৃষকদের সম্মান করা হয়। সেই রাজ্যের কৃষকদের মাথায় লাটি মারতে এসেছিল তারা মুখের উপর না বলে দিয়েছেন। অনেকে বলেছিল আমরা ক্ষমতায় এসে গেছি। বাংলার মানুষ তার মুখের উপর মোক্ষম জবাব দিয়ে দিয়েছে। তাই আগামী দিনে পৌরসভা নির্বাচনে আপনারা ভোট দেবেন তৃণমূল কংগ্রেসকে, উন্নয়নের কথা মাথায় রেখে। বসিরহাট পৌরসভা ৪,  নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সমীক রায় অধিকারী ১৩, নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সত্যজিৎ নাথ ১৪,নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ভাস্কর মিত্র ১৫,নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অদিতি মিত্রের সমর্থনে এদিন প্রকাশ্য জনসভায় করেন। ছিলেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুরজিৎ মিত্র, বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তসী ব্যানার্জি,তৃণমূল নেত্রী শুভ্রা ঘোষ বসু সহ একাধিক ব্যক্তিত্ব। এদিন টাকি রোডের ভবানীপুরে প্রকাশ্য জনসভায় তৃণমূল প্রার্থীদের দিকে দিকে ভোট দিয়ে জয়যুক্ত করার বার্তা দেন, তিনি বলেন ,বাংলা নিজের মেয়েকে চায় আপনারা এই ভোট মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখে দিন তার হাত শক্ত করুন।

03:27Sukanta vs Suvendu : কি বললেন? সুকান্ত মজুমদারকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু অধিকারী02:20'চায়ের দোকানে চা বিক্রি করলে চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার04:37Rashifal Today: বুধবার ২২ জানুয়ারি ২০২৫ সারাদিন কেমন যাবে? জানুন আজকের রাশিফলে02:39নিষিদ্ধ ফেনসিডিল সহ পাচারকারীকে গ্রেফতার বিএসএফ-এর! তীব্র উত্তেজনা নদীয়ার কৃষ্ণগঞ্জে04:33‘সিবিআই হেরে গেল বলে মমতার নেতারা হাসাহাসি করছে’ মমতাকে চরম তুলোধোনা অধীর রঞ্জন চৌধুরীর08:41'এটা বিরলতম নয়! তো কোনটা? এবার বড় লড়াই হবে' অভয়ার বাড়িতে গিয়ে চরম ইঙ্গিত শুভেন্দুর10:14'মা হতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝবেন কি করে মায়ের যন্ত্রণা?' বিস্ফোরক তাপস রায়02:28‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন মমতা’ মমতা ব্যানার্জিকে দুষলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল01:41North 24 Parganas News: আগুনের লেলিহান শিখার কবলে বিরিয়ানির দোকান! চরম আতঙ্ক ব্যারাকপুরে07:57Basanti Update : কিশোরীকে ধান ক্ষেতে অমন অবস্থায় দেখেই আঁতকে উঠলো পরিবার ! ত্রিকোণ সম্পর্কেই কি এই পরিণতি? দেখুন
Read more