সকাল থেকে শৈলশহর দার্জিলিং মনোরম পরিবেশ, কনকনে ঠান্ডার মধ্যে শান্তিপূর্ণ ভোটগ্রহণ পর্ব চলছে দার্জিলিং পৌরসভা এলাকায়। শরীরের তাপমাত্রা পরীক্ষা করে ভোটগ্রহণ কেন্দ্রের প্রবেশ করছে প্রত্যেকটি ভোটার। দার্জিলিং পৌরসভার ৩২ টি আসনে লড়াই।
রবিবার ভোটের সকাল থেকেই একাধিক জায়গায় অশান্তির ছবি সামনে আসলেও দার্জিলিংয়ে দেখা গেল একেবারে অন্যরকম ছবি। সেখানে সকাল থেকেই শান্তিপূর্ণ ভোটের ছবি দেখা যায়। রবিবার সকাল থেকেই শৈলশহর দার্জিলিংয়ে মনোরম পরিবেশ ছিল, কনকনে ঠান্ডার মধ্যে শান্তিপূর্ণ ভোটগ্রহণ পর্ব চলতে দেখা যায় দার্জিলিং পুরসভা এলাকায়। করোনা বিধি মেনেই সেখানে ভোট চলতে দেখা যায়। শরীরের তাপমাত্রা পরীক্ষা করে ভোটগ্রহণ কেন্দ্রের প্রবেশ করতে দেখা যায় প্রত্যেক ভোটারকে। দার্জিলিং পুরসভার ৩২ টি আসনে লড়াই। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি বন্দোবস্ত রয়েছে ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে। তবে ভোটগ্রহণ কেন্দ্রের এখনও পর্যন্ত ভোটারদের তেমন লম্বা লাইন চোখে না পড়লেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে পারে ভোটারদের লাইন বললে মনে করে সকলে। দার্জিলিংয়ের ১০ নম্বর ওয়ার্ডে বিটি কলেজের ভোটগ্রহণ কেন্দ্রে এদিন ভোট দেয় অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার নেতা অমর লামা।