সোমবার ছিল ভালোবাসার দিবস। ভালোবাসার দিনে ভবতারিণীকে চকলেট উপহার মদন-এর। সোমবার রাতে দক্ষিণেশ্বর মন্দিরে যান মদন মিত্র। দক্ষিণেশ্বর মন্দিরে মোমবাতি নিয়ে যান তিনি। মদন মিত্র-র সঙ্গে ছিলেন কামারহাটির ৩৫ জন তৃণমূল প্রার্থী।
সোমবার ছিল ভালোবাসার দিবস। ভালোবাসার দিনে ভবতারিণীকে চকলেট উপহার মদন-এর। সোমবার রাতে দক্ষিণেশ্বর মন্দিরে যান মদন মিত্র। দক্ষিণেশ্বর মন্দিরে মোমবাতি নিয়ে যান তিনি। মদন মিত্র-র সঙ্গে ছিলেন কামারহাটির ৩৫ জন তৃণমূল প্রার্থী। বসিরহাট পৌরসভা বসিরহাট ২১,নম্বর ওয়ার্ড তৃণমূল প্রার্থী গোপাল দাস এর সমর্থনে মহিলা কবি সমর্থকদেরকে নিয়ে প্রচার শুরু করল দলীয় নেতা-কর্মী সমর্থক রা আজ ভ্যাবলা স্টেশন ধোপাপাড়া কলোনি পাড়া ওয়ার্ডের বিভিন্ন কলোনিতে গিয়ে প্রচার শুরু করলেন। প্রার্থী নিজেই একদিকে তিনি যেভাবে গত ১০, বছর ধরে এলাকার কাউন্সিলর থেকে মানুষকে দিবারাত্র পরিষেবা দিয়ে যাচ্ছেন। উন্নয়নের নিরিখে মানুষের কাছে গিয়ে ভোট চাইছেন। প্রচারের বেশিরভাগ সামনের সারিতে ছিল তৃণমূল মহিলারা কর্মীসমর্থকরা একদিকে তারা যেভাবে স্বাস্থ্য সাথী কার্ড,লক্ষী ভান্ডার, বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়েছেন। এছাড়া স্থানীয়ভাবে শিশু ও বিনোদন পার্ক, রাস্তা, আলো, ড্রেন স্থানীয়ভাবে পৌর নাগরিকদের পরিষেবা দিয়েছেন। সেই উন্নয়ন কে সামনে রেখে এবার তৃণমূলের প্রচার এর প্রাধান্য পেয়েছে স্থানীয় মহিলারাই।