ইংরেজবাজারে নারীশক্তির জয়জয়কার, জয়ী ১৯ মহিলা প্রার্থী

মালদহের ইংরেজবাজার পুরসভায় নারীশক্তির জয়জয়কার। ইংরেজবাজার পুরসভায় ১৯ জন মহিলা প্রার্থী জয়ী হয়েছেন। ইংরেজবাজার পুরসভার মোট আসন সংখ্যা ছিল ১৯। তৃণমূল কংগ্রেসে মোট ১৬ জন জয়ী হয়েছেন সেখানে। 

মালদহের ইংরেজবাজার পুরসভায় নারীশক্তির জয়জয়কার। ইংরেজবাজার পুরসভায় ১৯ জন মহিলা প্রার্থী জয়ী হয়েছেন। ইংরেজবাজার পুরসভার মোট আসন সংখ্যা ছিল ১৯। তৃণমূল কংগ্রেসে মোট ১৬ জন জয়ী হয়েছেন সেখানে। বিজেপির দু’জন এবং নির্দল প্রার্থী হিসাবে একজন মহিলা প্রার্থী জয়ী। মহিলা প্রার্থীদের জয়ে উচ্ছ্বসিত সমস্ত দলই। ইংরেজবাজার পুরসভার ১নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী সন্ধ্যা দাস জয়ী, ২নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সুমলা আগরওয়ালা, ৩নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী মনীষা সাহা মন্ডল, ৫নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সুমিতা ব্যানার্জী ৬৭১ভোটে, ৬নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী শিপ্রা রায়, ৮নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি চৌধুরী,  ৯নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী পলি সরকার১৮২ ভোটে। এছাড়াও ১২নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী ছবি দাস, ১৪নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী শম্পা সাহা বসাক, ১৫নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী গায়েত্রী ঘোষ, ১৮নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী নিবেদিতা কুন্ডু, ১৯নম্বর ওয়ার্ডে তৃণমুল কংগ্রেস প্রার্থী রুনু দাস, ২০নম্বর ওয়ার্ডে তৃণমুল কংগ্রেস প্রার্থী চৈতালি ঘোষ সরকার, ২১নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী সুতপা মুখোপাধ্য়ায়, ২৪নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী সুতপা দাস, ২৫নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি কর্মকার, ২৭নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী পূজা দাস এবং ২৯নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী কৃষ্ণা নাথ।

02:22হিন্দু হওয়ার অপরাধে প্রধান শিক্ষককে বাধ্য করা হল পদত্যাগ করতে, গর্জে উঠে যা বললেন শুভেন্দু04:00'কীভাবে তৃণমূল ভোটে জিতেছে মানুষ এবার বুঝতে পারছে', জঙ্গি যোগ নিয়ে রাজ্য সরকারকে ধুয়ে দিলেন শুভেন্দু04:21কীভাবে দেশ রক্ষা পাবে ধর্ম রক্ষা পাবে? ভরা সভায় উপায় বলে দিলেন দিলীপ ঘোষ03:24Agnimitra Paul News: ‘তৃণমূলের ভীত হচ্ছে চোর ডাকাত’ মমতাকে সরাসরি তোপ অগ্নিমিত্রার02:19যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট04:01মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ শুভেন্দুর! ২৬-এ হবে আসল খেলা, দেখুন02:30ক্যানিং-এ জঙ্গি আটকের পর কড়া হলো পুলিশের নজরদারি! স্টেশনে পুলিশে নাকা তল্লাশি04:25Suvendu Adhikari News: কোলাঘাটে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর! দেখুন কী বললেন শুভেন্দু02:07‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ শুভেন্দুর তীব্র হুঙ্কার02:28নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!