জাওয়াদের রেশ কাটতে না কাটতেই ফের বৃষ্টি। উপকূলের জেলাগুলিতে ফের বৃষ্টি। শুক্রবার থেকে বৃষ্টি আর হবে না। এমনটাই জানাল আবহাওয়া দফতর।
জাওয়াদের রেশ কাটতে না কাটতেই ফের বৃষ্টি। উপকূলের জেলাগুলিতে ফের বৃষ্টি। শুক্রবার থেকে বৃষ্টি আর হবে না। এমনটাই জানাল আবহাওয়া দফতর। ১১ তারিখ থেকে মেঘ কাটার সম্ভাবনা। দার্জিলিংয়ে ২৪ ঘন্টা হালকা বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলা যেমন কলকাতা, হাওড়া,হুগলি, ঝারগ্রাম,দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা এইসব জায়গায় আজ খুব হালকা বৃষ্টি হবে। বাকি অংশ গুলোয় একটু মেঘলা আবহাওয়া থাকবে। শুক্রবার থেকে এটা কেটে যাবে এবং কালকের পর থেকে চারদিন শুষ্ক আবহাওয়া থাকবে। এবং তাপমাত্রার ক্ষেত্রে আগামী দুইদিন কোন উল্লেখযোগ্য পরিবর্তন নেই এবং 11 তারিখের পরে ৩দিন দক্ষিণবঙ্গ -উত্তরবঙ্গ দু'জায়গাতেই রাতের দিকে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমে যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিংয়ের ২৪ ঘন্টায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাকি জায়গাগুলোতে শুষ্ক আবহাওয়া থাকবে।