রাতে অন্ধকারে ফার্মে ঢুকে ভুরিভোজ সারত সে, নির্বিচারে মারত হাঁস। অবশেষে টিয়াপাখির খাঁচায় 'ঘাতক' বনবিড়ালকে বন্দি করলেন স্থানীয় বাসিন্দারা। চাইলে প্রাণীটিকে মেরেও ফেলতে পারতেন তাঁরা। কিন্তু তা না করে বনবিড়ালটিকে তুলে দেওয়া দল বনদপ্তরের হাতে। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার হাতিশালা এলাকায়। শনিবার সকালে বনবিড়াল দেখতে এলাকায় ভিড় করেছিলেন বহু মানুষ।