সন্তান তো সব দম্পতিই চান। তবে কন্য়াসন্তানের তেমন কদর নেই। বরং এখনও মেয়েকে দায় বলেই মনে করে অনেক বাবা-মা-ই। অথচ সঠিকভাবে বড় করতে পারলে, মেয়েরাও কিন্তু ছেলেদের সঙ্গে কোনও অংশে কম নয়। মাটির প্রতিমা নয়, নিজের মেয়েকেই লক্ষ্মীর আসনে বসিয়ে পুজো করলেন নদিয়ার মাজদিয়ার শিবনিবাস গ্রামের এক গৃহবধূ। রীতিমতো পুরোহিত ডেকে চলল পুজোপাঠ। গ্রাম বাংলায় এমন বৈপ্লবিক কাণ্ড যিনি ঘটিয়েছেন, সেই ঝুমাশ্রী খাঁ বিশ্বাসের বক্তব্য, কন্যাসন্তানকে যেন কেউ অবহেলা না করেন। ভালো করে মানুষ করলে পারলে, মেয়ের জন্যই পরিবারের সম্মান বাড়বে, শ্রীবৃদ্ধি হবে। অভিনব এই পুজো সামিল হতে পেরে খুশি পাড়া-প্রতিবেশীরা।