চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে বাংলার বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। প্রত্যেকেই এখন অপেক্ষা করছেন নির্বাচনের দিনক্ষণ ঘোষণার। মনে করা হচ্ছে ১ মার্চ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে কমিশন। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২২ ফেব্রুয়ারি অসমেও মার্চের প্রথম সপ্তাহে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার একটা ইঙ্গিত দিয়েছেন। এখন পর্যন্ত যা খবর তাতে বঙ্গে নির্বাচন এবার হতে পারে ৭ দফায়। যদিও, এহেন পরিস্থিতিতে রাজনৈতিক বিতর্ক ও তরজার শেষ নেই। একদিকে অমিত শাহ, নরেন্দ্র মোদীরা যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছেন, তেমনি পাল্টা দিতে ছাড়ছে না তৃণমূলনেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা।
09:35 AM (IST) Feb 24
বিজেপি নেতা রকেশ সিং-এর গ্রেফতারি নিয়ে সরব হলের দিলীপ ঘোষ। বুধবার সকালে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরে চায়ে পে চর্চা, প্রাতঃভ্রমণ, বিজেপির শিবিরে যোগদান সহ বেশ কয়েকটি কর্মসূচি ছিল তাঁর। সেই সময়ই বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ বলেন রাজ্যে প্রতিহিংসার রাজনীতি হচ্ছে।
10:24 PM (IST) Feb 23
বুধবারই রাজ্যে আসছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। তার আগেই দিল্লিতে বাংলা-সহ ৫ রাজ্যের বিধানসবা নির্বাচনের নির্ঘন্ট স্থির করতে বৈঠকে বসছে বারতের নির্বাচন কমিশন।
10:22 PM (IST) Feb 23
মঙ্গলবার সন্ধ্যায় বারুইপুরের এক রেস্তোরাঁয় হঠাৎ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও বাবুল সুপ্রিয়-র সঙ্গে সাক্ষাৎ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষের। সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি দুই পক্ষের।
09:06 PM (IST) Feb 23
দিনভর তল্লাশির পর কোকেন কাণ্ডে গ্রেফতার করা হল বিজেপি নেতা রাকেশ সিং-কে। বর্ধমানের এক জায়গা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
08:37 PM (IST) Feb 23
দীর্ঘক্ষণ তল্লাশীর পর রাকেশ সিং-এর দুই ছেলেকে আটক করল পুলিশ। আটক করে তাদের লালবাজারে নিয়ে যাওয়া হল।
06:41 PM (IST) Feb 23
বুথের বাইরে, বুথের ভিতরে খেলা হবে - কাঁথির সভা থেকে বললেন তৃণমূল নেতা মদন মিত্র। তিনি আরও জানান, খেলোয়ারদের যদি কিছু লাগে তাহলে রাতেরবেলা কলকাতা থেকে মাল সাপ্লাই দেওয়া হবে।
06:38 PM (IST) Feb 23
কন্যাশ্রীর সাইকেলগুলি সাপ্লাই করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকার স্বামী, কুলতলীর সভা থেকে ফের অভিষেকক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী।
06:36 PM (IST) Feb 23
অনুব্রত মন্ডলের কনভয়ে দুর্ঘটনা। বোলপুর থেকে রামপুরহাট যাওয়ার পথে অনুব্রত মণ্ডলের কনভয়ের মধ্যে আচমকা ঢুকে পড়ে একটি কুকুর। তাকে বাঁচাতে গিয়েই দুর্ঘটনার মুখে পড়ে কনভয়ে থাকা নিরাপত্তা রক্ষীদের একটি গাড়ি। অল্পবিস্তর আহত হন গাড়িতে থাকা পুলিশ কর্মীরা। অক্ষত অনুব্রত।
05:08 PM (IST) Feb 23
রাকেশ সিং-এর ছেলে সাহেব সিং-এর সঙ্গে দীর্ঘ বচসার পর অবশেষে বাড়ির ভিতর ঢুকল পুলিশ। সাহেব সিং পুলিশ আধিকারিকদের কয়েকটি শর্ত দিয়েছিলেন, পুলিশের পক্ষ থেকে তা মেনে নেওয়া হয়েছে।
04:03 PM (IST) Feb 23
নাকতলায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখালেন পার্শ্বশিক্ষকরা। বেশ কিছুক্ষণ অবস্থানের পর পুলিশ তাদের গ্রেফতার করে তিনটি গাড়িতে তুলে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তাদের।
03:35 PM (IST) Feb 23
রাকেশ সিং-এর বাড়ির দরজা ভাঙার প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশ। শাবল, হাতুড়ি নিয়ে আসা হয়েছে। ওয়াটগঞ্জ থানা এবং গার্ডেনরিচ থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে গোটা বাড়ি ঘিরে ফেলেছে।
03:15 PM (IST) Feb 23
পুলিশ ইচ্ছে করলে দরজা ভেঙে ভিতরে ঢুকে যাক, দাবি রাকেশ সিং-এর ছেলের, এই নিয়ে পুলিশের সঙ্গে বচসা, পুলিশ বাহিনী আপাতত রাকেশের বাড়ির দরজার সামনে আটকে রয়েছে।
03:13 PM (IST) Feb 23
রাকেশ সিং-এর বাড়ির সদর দরজা ভিতর থেকে বন্ধ, জরজা খোলা নিয়ে পুলিশের সঙ্গে বচসা রাকেশ সিং-এর ছেলের, রাকেশ সিং-এর ছেলের দাবি পুলিশ কোনও যথোপযুক্ত কাগজ বা ওয়ারেন্ট দেখাতে পারেনি।
03:13 PM (IST) Feb 23
বাড়িতে ঢুকতে দিতে বাধা, কিন্তু তা মানতে নারাজ বিজেপি নেতা রাকেশ সিং-এর ছেলের। তিনি সাফ জানালেন, কাগজ দেখালে নিজে দরজা খুলে দেবো। নয়তো ভেঙে ঢুকতে পারেন।
03:12 PM (IST) Feb 23
এদিনই, একটি মাদক মামলায় তাঁকে হাজিরা দেওযার জন্য নোটিশ পাঠিয়েছিল পুলিশ। কিন্তু, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ি এদিন সকালেই বিজেপি নেতা রকেশ সিং দিল্লি উড়ে গিয়েছেন বলে জানা গিয়েছে।
03:12 PM (IST) Feb 23
বিজেপি নেতা রাকেশ সিং-এর বাড়িতে পুলিশকে ঢুকতে বাধা দিল সিআইএসএফ, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এফআইআর করার হুমকি কলকাতা পুলিশের, এরপর কেন্দ্রীয় বাহিনীকে রাকেশ সিং-এর বাড়ির দরজা থেকে সরিয়ে নেন সিআইএসএফ-এর উচ্চ পদস্থ কর্তা।
03:11 PM (IST) Feb 23
রাকেশ সিং-এর বাড়িতে ছুকতে গিয়ে বাধা পেল পুলিশ। রাকেশ সিং-এর ছেলে সাহেব সিং-এর দাবি পুলিশ তাদের বাড়িতে রেইড করার জন্য কোনও নথিপত্র দেখাতে পারেনি। তা ন দেখালে তারা পুলিশকে বাড়িতে ঢুকতে দেবেন না। পুলিশ চাইলে দরজা ভেঙে ঢুকতে পরে। বাড়ির দরজায় তালা দেওযা।
03:00 PM (IST) Feb 23
বিজেপি নেতা রাকেশ সিং-এর বাড়িতে বিশাল পুলিশ বাহিনী। রাকেশ সিং-এর ছেলের সঙ্গে বাধে বচসা। সোমবার নার্কোটিক্সের এক মামলার জেরে আজ লালবাজারে ডেকে পাঠানো হয়। যথা সময় তিনি হাজিরা না দেওয়াতে পুলিশ বাহিনী হাজির।
11:43 AM (IST) Feb 23
রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই-এর দল, দুটি গাড়িতে চেপে তারা পৌঁছেছে।
10:08 AM (IST) Feb 23
আজ রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরা করবে সিবিআই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনে বেলা ১১টায় পৌঁছানোর কথা সিবিবআই-এর তদন্তকারী
09:55 AM (IST) Feb 23
এগরায় শুভেন্দু অনুগামীরা এবার মাছ-ভাত নিয়ে প্রচারে। বিজেপি-র উদ্যোগে স্থানীয় মানুষদের খাওয়ানো হল মাছ-ভাত এক্কেবারে বিনামূল্যে।
09:54 AM (IST) Feb 23
কীভাবে জেলের মধ্যে থেকে ইমেল অ্যাকসেস পাচ্ছেন পামেলা গোস্বামী? প্রশ্ন তুলেছেন রাকেশ সিং। তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের চক্রান্তে এমনটা হচ্ছে। বিষয়টি নিয়ে তিনি কলকাতা পুলিশকে ইমেল করেছেন বলেও জানিয়েছেন রাকেশ সিং।
09:52 AM (IST) Feb 23
পামেলাকাণ্ডে কলকাতা পুলিশকে যাবতীয় সাহায্য করতে প্রস্তুত বলে জানালেন রাকেশ সিং। পামেলা গোস্বামী ইতিমধ্যেই তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া কোকেনে রাকেশের নাম জুড়েছেন। পামেলার অভিযোগ রাকেশ সিং তাঁকে চক্রান্ত করে ফাঁসিয়েছেন। রাকেশ সিং-এর দাবি, তৃণমূল কংগ্রেসের মদতে পামেলা তাঁর নাম নিয়েছে। ইচ্ছে করেই তাঁকে বদনাম দেওয়া হচ্ছে। নিজের নামে লাগা কোকেনকাণ্ডের দায় মুছতে তিনি পুলিশকে তদন্তে সাহায্য করতে চান বলে জানিয়েছেন রাকেশ সিং।
09:49 AM (IST) Feb 23
পামেলা গোস্বামী যে তৃণমূল কংগ্রেসের ঘণিষ্ঠ ছিলেন তা বোঝাতে টেলিভিশন নিউজ চ্যানেলের শো-তে ছবি প্রকাশ বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের। তিনি একটি ছবি প্রকাশ করেন যেখানে পামেলা-কে সুজিত বসুর ছেলে সম্রাট বসু-কে দেখা গিয়েছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের দাবি, সম্রাট সিনেমা জগতে কেরিয়ার তৈরি করছেন, সেই সূত্রে পামেলার সঙ্গে তাঁর সাক্ষাৎ হলেও হতে পারে। যদিও, বিজেপি এই দাবি মানতে নারাজ।
09:46 AM (IST) Feb 23
গ্রেফতার হওয়ার আগে তাঁকে হোয়াটসঅ্যাপ করেছিলেন পামেলা, একটি টেলিভিশন নিউজ চ্যানেলের চ্যাট শো-তে বললেন কুণাল ঘোষ, সেই অনুষ্ঠানে পামেলার করা হোয়াটসঅ্যাপ মেসেজও তিনি পড়ে শোনান, তাঁর দাবি পামেলা কয়েকজন সঙ্গীকে নিয়ে তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু কুণাল জানান তিনি কলকাতার বাইরে আছেন, পরে যেন ফোন করেন, এরপরও পামেলা যোগাযোগ করেছিলেন কিন্তু কুণাল তাঁর সঙ্গে দেখা করার কোনও আগ্রহ প্রকাশ করেননি বলেই জানান। অবশ্য পামেলা তাঁর প্রথম মেসেজেই কুণালকে নাকি জানিয়েছিলেন তিনি বিজেপি-র মহিলা মোর্চার নেত্রী।
09:42 AM (IST) Feb 23
কোথায় থেকে কোকেন পেলেন পামেলা- এই নিয়ে উত্তাল রাজনীতি, বিজেপি-র দাবি পামেলা তৃণমূল কংগ্রেসের লোক, যাকে বিজেপি-তে ঢোকানো হয়েছিল, অন্যদিকে তৃণমূল কংগ্রেসেরে দাবি পামেলা নিজেই জানিয়েছেন রাকেশ সিং যিনি বিজেপি নেতা, তাঁর লোক এসে একটি পার্সেল দিয়েছিল, সেটা হাতে নেওয়া পরই পুলিশ এসে তাদের ধরে নেয়।