Asianet News Bangla | Published : Mar 11, 2021 4:02 AM IST / Updated: Mar 12 2021, 09:49 AM IST

Election Live Update- শুক্রবার তৃণমূলের মৌন মিছিল, সংযমের বার্তা দিলেন মমতা

সংক্ষিপ্ত

বুধবার নন্দীগ্রামে তাঁর ওপর হামলা চালান হয়েছিল বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন চার থেকে পাঁচ জন তাঁকে হেনস্থা করেছে। তিনি মাথায় আর পায়ে গুরুতর চোট পেয়েছেন। বুধবার রাতে তাঁর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে থেকে বৃহস্পতিবার সকালে তাঁর কলকাতায় ফেরার কথা ছিল। কিন্তু গুরুতর আঘাত পাওয়ায় তিনি এদিন রাতেই কলকাতায় ফিরছেন। গ্রিন করিডোর করে তাঁকে সড়ক পথে  নিয়ে আসা হচ্ছে কলকাতায়। এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে তাঁকে। সূত্রের খবর সেখানেই হবে প্রাথমিক চিকিৎসা। আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অরূপ বিশ্বাস। মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, তেজস্বী যাদবরা। কিন্তু বিজেপি হামলার অভিযোগ অস্বীকার করে তদন্তের দাবি জানিয়েছে।

10:10 AM (IST) Mar 12

আজই মনোনয়ন পত্র জমা দিচ্ছেন শুভেন্দু অধিকারী, তার আগে সোনাচূড়া দুর্গা মন্দিরে পূজো দেন তিনি

09:55 AM (IST) Mar 12

মমতার উপর হামালার অভিযোগে দিল্লির পথে তৃণমূল

 

মমতার উপর হামালার অভিযোগে ECCI এর সঙ্গে দেখা করতে দিল্লির পথে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল

 

06:17 PM (IST) Mar 11

শুক্রবার তৃণমূলের মৌন মিছিল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর 'হামলার' প্রতিবাদে শুক্রবার রাজ্যজুড়ে 'মৌন মিছিল' করবে তৃণমূল কংগ্রেস। দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত মুখে কালো কাপড় বেঁধে এবং হাতে কালো পতাকা নিয়ে মিছিল করবেন তৃণমূল নেতা-কর্মীরা।

05:25 PM (IST) Mar 11

কালীঘাটে বৈঠকে তৃণমূল

কালীঘাটে তৃণমূলের নির্বাচন কমিটির বৈঠক। পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার সম্ভাবনা। 

05:23 PM (IST) Mar 11

পুজো দিলেন শুভেন্দু

সোনাচূড়ার ত্রিলোকেশ্বর মন্দিরে পুজো দিলেন শুভেন্দু অধিকারী। 

03:43 PM (IST) Mar 11

'আক্রমণ নয় দুর্ঘটনা'

নন্দীগ্রামে যে ঘটনায় বাংলার বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত হয়েছেন, সেই ঘটনা 'আক্রমণ নয় দুর্ঘটনা', এমনটাই বলছে পুলিশের প্রাথমিক তদন্ত রিপোর্ট।

03:13 PM (IST) Mar 11

হাসপাতাল থেকে মমতার ভিডিও বার্তা

অনুগামীদের সংযত থাকার আহ্বান জানালেন দলনেত্রী -

 

02:06 PM (IST) Mar 11

বিজেপি বলল রাজনীতি করছে তৃণমূল

বিজেপি বলল নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় রাজনীতি করছে তৃণমূল। এই ঘটনা কাম্য নয়। নির্বাচন কমিশনের ওপর আস্থা আছে বলেও জানিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়।

02:03 PM (IST) Mar 11

নির্বাচন কমিশনে তৃণমূল

মুখ্যমন্ত্রীর ওপর হামলার ঘটনার নালিশ জানাতে নির্বাচন কমিশনে ডেরেক, পার্থ আর চন্দ্রিমা। 

 

01:20 PM (IST) Mar 11

নন্দীগ্রাম ইস্যুতে মামলা দায়ের পুলিশের

নন্দীগ্রাম ইস্যুতে মামলা দায়ের করল পুলিশ। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট আবু সুফিয়ানের অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করা হয়েছে বলেও পুলিশ সূত্রের খবর। ভারতীয় দণ্ডবিধির ৩৪১ ও ৩২৩ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। 


 

01:11 PM (IST) Mar 11

প্রচারে নামার আগে হিরণকে শুভেচ্ছা দিলীপের

খড়গপুর থেকে তৃণমূলের হয়ে প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় প্রচারে নামছেন। দিলীপের জায়গা, তাই মাঠে নামার আগে দাদার আশীর্বাদ নিলেন অভিনেতা, শুভেচ্ছা জানালেন দিলীপ ঘোষ। 

 

01:08 PM (IST) Mar 11

মমতার আহত হওয়া দুঃখজনক- বিজেপি

মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়া অতন্ত দুঃখজনক ঘটনা। প্রতিরক্ষা  ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে বিবৃতি প্রকাশ বিজেপি-র। 

11:57 AM (IST) Mar 11

মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত, হাসপাতালে পৌঁছলেন শমীক ভট্টাচার্য এবং তথাগত রায়

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসএসকেএম-এ পৌঁছলেন বিজেপি দলের মুখ্য মুখপাত্র শ্রী শমীক ভট্টাচার্য এবং দলীয় নেতা শ্রী তথাগত রায়।

11:57 AM (IST) Mar 11

বিরুলিয়া বাজারে জেলা প্রশাসন

বিরুলিয়া বাজারে গতকাল সন্ধ্যে আক্রান্ত হওয়ার অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালেই সেই বিরুলিয়া বাজারে গেলেন পূর্ব মেদিনূপুরের জেলা শাসক ও পুলিশ সুপার। তাঁরা ঘটনার তদন্ত করছেন বলেও সূত্রের থবর। 

11:38 AM (IST) Mar 11

'মমতা আহত, উত্তাল নন্দীগ্রাম এখন স্থিতিশীল'-সুফিয়ান

বৃহস্পতিবার সকাল থেকেই উত্তাল নন্দীগ্রাম। দুই পার্টির মধ্যে হাতাহাতি-বচসা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক, সকলেই মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করছেন। এখনও পর্যন্ত মমতা আহত হওয়ার দোষে কাউকে চিহ্নিত করা যায়নি, সাফ জানালেন মমতার চিফ ইলেকশন এজেন্ট শেখ সুফিয়ান।

11:30 AM (IST) Mar 11

ইস্তেহার প্রকাশ বাতিল করল তৃণমূল কংগ্রেস

মমতা বন্দ্যোপাধ্যায়ের হামলায় ঘটনার পর তৃণমূল কংগ্রেস উস্তেহার প্রকাশ প্রত্যাহার করল। 

10:47 AM (IST) Mar 11

মুখ্যমন্ত্রী কেমন আছেন?

বাঁ পায়ে চোট, কাঁধে, হাতে চোট। চিড় খেয়েছে পায়ের পাতা ও গোড়ালি।করানো হয়েছে অস্থায়ী প্লাস্টার ।ফোলা কমলে নতুন করে হবে প্লাস্টার । ইসিজির রিপোর্ট সন্তোষজনক হলেও রয়েছে শ্বাসকষ্টের সমস্যা ও বুকে ব্যাথা। বর্তমানে চলছে অ্যান্টিবায়োটিক। ৪৮ থেকে ৭২ ঘণ্টা রাখা হবে পর্যবেক্ষণে। চিকিৎসকদের কড়া নজর রয়েছে মুখ্যমন্ত্রীর ওপর। 

10:44 AM (IST) Mar 11

বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

বিজেপিকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

 

09:41 AM (IST) Mar 11

এটাই প্রথম নয় বলল তৃণমূল

এটাই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ওপর হামলার প্রথম ঘটনা নয়। এর আগেও হামলা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছে তৃণমূল কংগ্রেস।

09:39 AM (IST) Mar 11

দলনেত্রীর ওপর হামলা নিয়ে সরব তৃণমূল

তৃণমূল কংগ্রেস নেতা পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ওপর হামলার ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তিনি বলেছেন বর্তমানে পুলিশ কমিশনের অধীনে রয়েছে। সদ্যোই সরিয়ে দেওয়া হয়েছে রাজ্যপুলিশের ডিজিকে। তারপর এই হামলার ঘটনা ঘটেছে। 

09:35 AM (IST) Mar 11

মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে প্ল্যাস্টার

৪৮ ঘণ্টা পর্যন্ত পর্যেবেক্ষণে রাখা হবে মুখ্যমন্ত্রীকে। জানিয়েছে এসএসকেএম হাসপাতাল। তাঁর পায়ের আঘাত গুরুতর। করা হয়েছে প্ল্যাস্টার। এদিন তাঁর সিটিস্ক্যান হতে পারে বলেও হাসপাতাল সূত্রে খরব।