Asianet News Bangla | Published : May 5, 2021 2:04 AM IST / Updated: May 06 2021, 07:30 AM IST

Live Update- হিংসার রিপোর্ট চেয়ে রাজ্যকে চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকের, ওদিকে একদিনে কোভিডে মৃত্যু শতাধিক বাংলায়

সংক্ষিপ্ত

 হিংসার রিপোর্ট চেয়ে রাজ্যকে চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকের।  প্রসঙ্গত,  ভোটের ফলাফল প্রকাশের পর থেকে রক্ত ঝরছে বিজেপির কর্মীর। বিজেপির কার্যকর্তা বেলেঘাটার বাসিন্দা অভিজিৎ সরকার খুনের পাশাপাশি বারুইপুর সহ একাধিক জায়গায় খুন হয়েছেন বিজেপি কর্মীরা। এবং প্রতিবারই কাঠগড়ায় তৃণমূল।  এই বিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপের দাবি জানিয়েছিল বিরোধীরা। এরপরেই টুইটে প্রশ্ন তুললেন রাজ্যপাল।   এবং রিপোর্ট তলব করছে স্বরাষ্ট্রমন্ত্রক। ওদিকে একদিনে কোভিডে মৃত্যু শতাধিক বাংলায়।

03:23 PM (IST) May 05

করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা মুখ্যমন্ত্রীর

নবান্নে সাংবাদিক বৈঠকেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। করোনার বিরুদ্ধে যুদ্ধ যোঘণা। মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। কাল থেকে বন্ধ করে দেওয়া হল লোকাল ট্রেন পরিষেবা। ৫০ শকাংশ যাত্রী নিয়ে বাকি পরিবহন চালু থাকবে। সরকারি অফিসে ৫০ শতাংশ উপস্থিতি বাধ্যতামূল করা হয়েছে। দোকান ও বাজার খোলার সময়সূচির পরিবর্তন করলেন মমতা। সকাল ৭-১০টা। বিকেলে ৫-ৃ৭টা পর্যন্ত। 

 

01:31 PM (IST) May 05

বিজেপি কর্মীদের খুনের বিচার চেয়ে প্রতিবাদ

বিজেপি কর্মীদের বেছে বেছে খুন করার অভিযোগ, দ্রুত সরকার কোনও কড়া পদক্ষেপ নিক, এবার প্রতিবাদে সরব মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিস

 

 

01:17 PM (IST) May 05

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা নরেন্দ্র মোদীর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইটে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, 

11:44 AM (IST) May 05

রাজ্যের ভোট সন্ত্রাস নিয়ে কড়া বার্তা নাড্ডার

রাজ্যের ভোট সন্ত্রাস নিয়ে সরব জেপি নাড্ডা। তিনি বলেন রাজ্যের সন্ত্রাস দূর করার শপথ নিয়েছে বিজেপি। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানকেও কটাক্ষ করেন তিনি । বলেন এই গণতন্ত্রে সকলেরই শপথ নেওয়ার অধিকার রয়েছে। কিন্তু যাঁদের হিংসা দমক করার কথা ছিল তাঁরা কোনও কথাই রাখেননি। 

10:56 AM (IST) May 05

শপথ গ্রহণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে সপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়. তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকড়। 

10:53 AM (IST) May 05

করোনা বিধি মেনেই সংক্ষিপ্ত শপথ

করোনাভাইরাস সংক্রান্ত নিময় বিধি মেনেই সংক্ষিপ্ত শপথ গ্রহণ অনুষ্ঠান রাজভবনে। উপস্থিত হয়েছেন রাজ্যপাল। 

10:29 AM (IST) May 05

রাজভবনে মমতা

রাজভবনে পৌঁছে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

10:28 AM (IST) May 05

রাজভবনের পথে মমতা

কালীঘাট ছেড়ে রাজভবনের পথে মমতা বন্দ্যোপাধ্যায়। 

07:53 AM (IST) May 05

সমালোচনা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে ভোটে হরেছেন। তারপরে  নৈতিক কারণে তাঁর মুখ্যমন্ত্রী হওয়া ঠিক নয় বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। 

07:51 AM (IST) May 05

করোনাকালে শপথ

করোনাভািরাসের দ্বিতীয় তরঙ্গ আছছেড়ে পড়েছে দেশে। বাদ যায়নি এই রাজ্যও। আর সেই করণেি ছোটকরেই হচ্ছে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান। দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসার পরেই বিজয় মিছিল ও উৎসবে পালন করতে দলীয় কর্মীদের নিষেধ করেছিলেন তৃণমূল সুপ্রিমো। 

07:49 AM (IST) May 05

মমতার শপথ গ্রহণ

আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনকড়।