Asianet News Bangla | Published : Jan 2, 2021 2:07 AM IST / Updated: Jan 02 2021, 03:39 PM IST

Election Live Update-আজ মহিষাদলে শুভেন্দুর সভা, যোগ দিতে পারেন একাধিক তৃণমূল নেতা

সংক্ষিপ্ত

সামনেই ২০২১ এর বিধানসভা নির্বাচন। আর তার আগেই পদে পদে নিজের দলের থেকে মীরজাফর, বেইমান শুনতে হল শিশির অধিকারীকে। এমনটাই তাঁর অভিযোগ। 'ইঞ্চি ইঞ্চিতে  জবাব পাবে। জবাব দেবে মেদিনীপুরের মানুষ।'  মমতাকে পাল্টা হুঁশিয়ারি দিলেন শিশির অধিকারী। 

03:35 PM (IST) Jan 02

সোমবার আলিপুর থেকে মিছিল বিজেপির

সোমবার আলিপুর থেকে বিজেপির মিছিলে থাকছেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্য়োপাধ্যায়।

03:01 PM (IST) Jan 02

জানুয়ারির শেষে বনগাঁয় আসতে পারেন অমিত শাহ

জানুয়ারির শেষে বনগাঁয় মতুয়া সংঘে আসতে পারেন অমিত শাহ

01:44 PM (IST) Jan 02

আজ শুভেন্দুর সভায় যোগ দিতে পারেন ১৫০ জন তৃণমূল নেতা

শনিবার মহিষাদলে শুভেন্দুর সভা।  সূত্রের খবর, জেলা পরিষদ সদস্য, গ্রাম পঞ্চায়েতের প্রধান, ব্লক সভাপতি সহ শনিবার প্রায় ১৫০ জন তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিতে চলেছেন।

01:41 PM (IST) Jan 02

নতুন বছরে নতুন জনসংযোগ কর্মসূচি সিপিএমের

তৃণণূলের 'বঙ্গধ্বনি', 'দুয়ারে সরকার', বিজেপির 'আর নয় অন্যায়'-এর পর এবার বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ বাড়ানোর কর্মসূচি নিল সিপিএম। নাম 'বাড়ি বাড়ি যাও, জন সংযোগ বাড়াও'।

11:37 AM (IST) Jan 02

অনুব্রতকে খোঁচা দিলীপের

'রাজা মন্ত্রী হওয়ার সুযোগ নেই, মুকুট পরে শখ মিটিয়ে নিন', অনুব্রতকে খোঁচা দিলীপের

10:52 AM (IST) Jan 02

শুভেন্দুর পোস্টার ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

রায়গঞ্জে  শুভেন্দু অধিকারীর পোস্টার ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব 

09:57 AM (IST) Jan 02

উত্তরবঙ্গ সফরে অভিষেক

 

৪ জানুয়ারি থেকে ৫ দিনের জন্য উত্তরবঙ্গ সফর করবেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।

09:56 AM (IST) Jan 02

সাধনকে কড়া বার্তা ফিরহাদের

'দলের নানা পদে খারাপ লোক বসে আছে, দল থেকে তাঁদের বাদ দেওয়া উচিত'  মন্ত্রী সাধন পান্ডের এই বক্তব্য নিয়ে কড়া বার্তা দিলেন ফিরহাদ হাকিম।

08:32 AM (IST) Jan 02

'রক্তাক্ত হতে পারে এই রাজ্যের ২০২১ বিধানসভা নির্বাচন'

'রক্তাক্ত হতে পারে এই রাজ্যের ২০২১ বিধানসভা নির্বাচন'পুরুলিয়ায় আশঙ্কা প্রকাশ রাজ্যপালের।