Election Live Update-'মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার সুসম্পর্ক থাকবে,কোথাও যোগদানের প্রশ্ন নেই', জানালেন লক্ষ্মীরতন

সংক্ষিপ্ত


সিএএ চালু নিয়ে বারংবার সরব ছিলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। মতুয়াদের নাগরিকত্বের প্রশ্নে কেন্দ্রের ভূমিকা আরও জোরদার করতে প্রসঙ্গ তুলেছেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁয়া বিশাল সমাবেশ করে মতুয়া সম্প্রদায়ের মন জয়ের চেষ্টা করেছেন।  মতুয়ারা যে এদেশেরই নাগরিক এবং আলাদা করে তাঁদের আর কোনও পরিচয় পত্রের দরকার নেই, তা দৃঢ়ভাবে তাঁদের বুঝিয়ে এসেছেন মমতা। মতুয়াদের প্রতি এই মনভাবকে স্বাগত জানিয়েছেন আবার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। আর এনিয়েই চর্চা শুরু রাজ্য-রাজনীতিতে। এদিকে সামনেই ৩০ জানুয়ারি মতুয়াদের মন রাখতে বাংলায় আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আর তার আগেই ফের ছন্দ কাটল।  মতুয়াদের সভায় অনুপস্থিত শান্তনু ঠাকুর। যা নিয়ে রাজ্য-রাজনীতিতে জল্পনা তুঙ্গে।

 

04:22 PM (IST) Jan 07

আমি ক্রীড়াবিদ হিসেবেই নিজেেক পছন্দ করিঃ লক্ষ্মী

আমি ক্রীড়াবিদ হিসেবেই নিজেেক পছন্দ করি। সৌরভের সঙ্গে ছবি পোস্ট দাদার প্রতি আমার শ্রদ্ধা। মুখ্যমন্ত্রীর সঙ্গে সুসম্পর্ক ভাল থাকবে। আপাতত রাজনীতি থেকে অবসর নিচ্ছি। বললেন লক্ষ্মীরতন শুক্লা।

03:33 PM (IST) Jan 07

মোদীকে কটাক্ষ অভিষেকের

কৈলাস বিজয়বর্গীয়কে বহিরাগত বলে কটাক্ষ অভিষেকের। নোটবন্দি নিয়ে মোদিকে তোপ অভিষেকের। শুভেন্দুকে মিরজাফর বলে তোপ।

03:31 PM (IST) Jan 07

গঙ্গারামপুরে শুভেন্দুকে কটাক্ষ অভিষেকের

শুভেন্দুর তোলাবাজ মন্তব্যকে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। নাম না করে শুভেন্দুকে কটাক্ষ। গঙ্গারামপুরের সভা থেকে তৃণমূলকে কটাক্ষ অভিষেকের।

03:23 PM (IST) Jan 07

কৈলাস থেকে দিলীপকে কটাক্ষ অভিষেকের

কৈলাস থেকে দিলীপকে কটাক্ষ অভিষেকের

 

 

 

11:55 AM (IST) Jan 07

লালগড়ে শুভেন্দু ও তৃণমূলের পৃথক শহীদ দিবস

নেতাই গ্রামে শুভেন্দু ও তৃণমূলের পৃথক শহীদ দিবস। লালগড়ে শুভেন্দুকে লক্ষ্য করে গদ্দার হাঁটাও, মীরজাফর গো ব্যাক স্লোগান তৃণমূলের, পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন কয়েকশো পুলিশ।

 

 

11:19 AM (IST) Jan 07

আজ বাম-কংগ্রেসের জোট বৈঠক


আজ  বাম-কংগ্রেসের জোট বৈঠক, তবে কলকাতার সেই বৈঠকে উপস্থিত থাকছেন না অধীর। 

10:06 AM (IST) Jan 07

মমতাকে চিঠি কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর

'রাজ্য সহযোগীতা করলে কৃষক অ্যাকউন্টে সরাসরি টাকা পাঠানো হবে' বলে মমতাকে চিঠি কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর

10:04 AM (IST) Jan 07

'পরিবর্তনের পরিবর্তন চাই, বাংলা বলছে বিজেপি তাই'

10:02 AM (IST) Jan 07

সৌরভকে দলে আহ্বান জানালেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক

বিজেপির কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক তথা সর্বভারতীয় সম্পাদক অরবিন্দ মেনন বিসিআই প্রেসিডেন্ট সৌরভের উদ্দেশ্য়ে জানিয়েছেন, আমাদের দরজা সব সময় খোলা। সৌরভ দলে এলে আমরা পালক-পাগড়ি দিয়ে স্বাগত জানাব।' তিনি আরও বলেন,'সৌরভ আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ। বাংলার বাঘ। যেখানে থাকবেন, গর্জন করবেন।' 

09:59 AM (IST) Jan 07

তৃণমূলের মিছিলে সিভিক ভলেন্টিয়ার