Ritam Talukder | Published : Jan 8, 2021 2:19 AM IST / Updated: Jan 08 2021, 03:17 PM IST

Election Live Update- সিঙ্গুরকাণ্ডে মমতাকে সঙ্গ দেওয়াটা ভুল, টাটাকে তাড়ানো ভুল, নন্দীগ্রামে বললেন মুকুল

সংক্ষিপ্ত


জোটের বৈঠকে আশা ভঙ্গ।বামেদের সঙ্গে আলোচনা থেমে গেল মাঝপথেই, এখনও অপ্রস্তুত কংগ্রেস। দলে কথা হয়নি বলে আলোচনা সম্ভব নয় বলে জানিয়েছে কংগ্রেস।
আগেই ৪ সদস্য়ের কমিটি গঠন করে দেয় কংগ্রেস হাইকম্যান্ড। এদিকে ৪ সদস্যের মধ্যে ২ জন অনুপস্থিত।  উপস্থিত ছিলেন না অধীর চৌধুরী এবং বিধায়ক নেপাল মাহাত।
 
 

03:56 PM (IST) Jan 08

আমফান দুর্নীতি নিয়ে তোপ দিলীপ ঘোষের

আমফানের অর্থ নয়ছয় করেছে তৃণমূল কংগ্রেস, অভিযোগ দিলীপ ঘোষের।

03:55 PM (IST) Jan 08

মৌলালিতে কংগ্রেসের মিছিল

03:47 PM (IST) Jan 08

মোদী হলেন ঠগেন্দ্রনাথ ঠাকুর, অভিযোগ সৌগত রায়-এর

রাজ্যে বিজেপি নেতারা থপ করে এসে পড়ছেন, একজন যাচ্ছেন আর এক জন আসছে, মোদীও আসছে থপ করে পড়ার জন্য, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাড়ি রেখে কবিগুরু হওয়ার চেষ্টা, ওকে দেখে বলতে ইচ্ছে করছে ঠগেন্দ্রনাথ ঠাকুর, বললেন সৌগত রায়।

03:44 PM (IST) Jan 08

তৃণমূল কংগ্রেস ভয়ঙ্কর ভাইরাস- দিলীপ ঘোষ

আমরা নতুন ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছি, এই ভ্যাকসিন দিয়ে তৃণমূল কংগ্রেসের মতো ভয়ঙ্কর ভাইরাস-কে শেষ করে দেব, বিদায়ের সময় উপস্থিত, নন্দীগ্রামে বললেন দিলীপ ঘোষ।

03:29 PM (IST) Jan 08

মমতার দুই চাণক্য এখন বিজেপি-তে, বললেন বিজয়বর্গীয়

শুভেন্দু অধিকারী ও মুকুল রায়-কে চাণক্য হিসাবে চিহ্নিত করলেন কৈলাস বিজয়বর্গীয়, 

03:29 PM (IST) Jan 08

'শুভেন্দু-মুকুল দুই চাণক্য'

 নন্দীগ্রামের সভার থেকে  শুভেন্দু-মুকুলকে 'চাণক্য' বলে সম্বোধন করে কৈলাস।

03:27 PM (IST) Jan 08

তৃণমূল শাসক দলে থেকে রাজ্যের উন্নয়নে নতুন দিশা দেখিয়েছে, বললেন পার্থ

03:19 PM (IST) Jan 08

NANDIGRAM LIVE BJP's PUBLIC RALLY

03:17 PM (IST) Jan 08

শেষ পরিবর্তনটা দেখে যেতে চাই- মুকুল

রাজ্যে ফের পরিবর্তনের ডাক, আরও এক পরিবর্তনের ডাক উঠেছে, এই পরিবর্তনকে সফল করতে হবে, রাজ্যকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসন থেকে রক্ষা করতে হবে, বললেন মুকুল রায়। 

03:15 PM (IST) Jan 08

টাটাদের কাছে ফিরে আসার বার্তা মুকুল রায়েক

টাটারা আবার ফিরে আসুক সিঙ্গুরে, পড়ে থাকা জমি তৈরি হোক শিল্প, আহ্বান মুকুল রায়ের। 

03:15 PM (IST) Jan 08

নন্দীগ্রামে এসে পৌঁছলেন কৈলাশ-দিলীপ

নন্দীগ্রামে এসে পৌঁছলেন কৈলাশ বিজয়বর্গীয় এবং দিলীপ ঘোষ। তাঁদেরকে স্বাগতম জানাচ্ছে রাজ্য বিজেপি।

03:14 PM (IST) Jan 08

যুব সমাজের কাছে ক্ষমা প্রার্থনা মুকুল রায়ের

সিঙ্গুরে ন্যানো কারখানা বিরোধী আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গ দিয়ে রাজ্য যুব সমাজের কাছে কর্মসংস্থানের সুযোগ কেড়ে নেওয়া হয়েছে, এর জন্য ক্ষমা প্রার্থনা করছি, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে সঙ্গ দেওয়াটা ভুল হয়েছিল, সিঙ্গুরকাণ্ডের ১২ বছর পর স্বীকারোক্তি মুকুল রায়ের। 

03:10 PM (IST) Jan 08

'আমি দেখে যেতে চাই বাংলায় শেষ পরিবর্তন'

'আমি দেখে যেতে চাই বাংলায় শেষ পরিবর্তন' বললেন মুকুল রায়।

03:10 PM (IST) Jan 08

সিঙ্গুরকাণ্ডের জন্য মমতাকে দুষলেন মুকুল

সিঙ্গুর থেকে টাটাদের তাড়ানোটা ভুল, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে সঙ্গ দিয়ে রাজ্যের যুব সমাজকে কর্মসংস্থান থেকে বঞ্চিত করার দায় স্বীকার মুকুলের, সেইসঙ্গে দায় স্বীকার করে নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করলেন মুকুল।

03:08 PM (IST) Jan 08

নন্দীগ্রামের সভায় শুভেন্দু বরণ

নন্দীগ্রামের সভায় শুভেন্দু বরণ করে নেওয়া হল।

 

03:06 PM (IST) Jan 08

তৃণমূলের পতাকা ছেড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

আজ তৃণমূলের পতাকা ছেড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

02:52 PM (IST) Jan 08

নন্দীগ্রামে সভার আগে শুভেন্দু-মুকুলের আলোচনা

আজ নন্দীগ্রামে সভা শুভেন্দু অধিকারীর সভা। থাকবেন দীলিপ ঘোষ, কৈালাস বিজয়বর্গীয়, মুকুল রায়রা। সভায় শাসক দলে বড়সড় ভাঙনের সম্ভাবনাও রয়েছে। সভার আগে একান্তে আলাপচারিতা সেড়ে নিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও মুকুল রায়।

02:44 PM (IST) Jan 08

আজ নন্দীগ্রামে বিজেপিতে যোগ দান মেলা

আজ নন্দীগ্রামে শুভেন্দু সভায় রয়েছে বিজেপিতে যোগ দান মেলা।

02:38 PM (IST) Jan 08

নন্দীগ্রামে শুভেন্দু-দিলীপের যৌথ সভা

শুক্রবার নন্দীগ্রামে শুভেন্দু-দিলীপের যৌথ সভা। কিছুক্ষণের মধ্য়েই পৌছে যাবেন কৈলাশ বিজয়বর্গীয়।

02:37 PM (IST) Jan 08

BJP মঞ্চে উপস্থিত নন্দীগ্রামের শহিদের পরিবার

শুক্রবার শুভেন্দু-দিলীপের BJP মঞ্চে উপস্থিত নন্দীগ্রামের শহিদের পরিবার

01:10 PM (IST) Jan 08

তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন

11:53 AM (IST) Jan 08

'মোদী থাকলে সব সম্ভব'

10:21 AM (IST) Jan 08

আজ নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সভা

শুক্রবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সভা। কী বার্তা দেয়, অপেক্ষায় সারা বাংলা।

08:46 AM (IST) Jan 08

বর্ধমানে নাড্ডার রোড শোয়ের রুট বদল

নিরাপত্তা গত কারণে বর্ধমানে নাড্ডার রোড শোয়ের রুট বদল।

08:44 AM (IST) Jan 08

প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন বিনয় তামাং

রাজ্যের উপর চাপ বাড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি বিনয় তামাংয়ের।

08:43 AM (IST) Jan 08

'মহিলা মুখ্যমন্ত্রী নারী সুরক্ষায় কেন এত উদাসীন' প্রশ্ন তুলল BJP

08:42 AM (IST) Jan 08

'আবারও জনসমুদ্র আছড়ে পড়বে পশ্চিমবঙ্গের পবিত্র ভূমিতে'