Election Live Update- 'পায়ের তলা থেকে মাটি সরছে তৃণমূলের, ক্ষমতায় এলে রাজ্যে আয়ুষ্মান ভারত', বললেন নাড্ডা

সংক্ষিপ্ত

 শনিবার  ৯ জানুয়ারি রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। গতবার ডায়মন্ড হারবার থাকলেও এবার বর্ধমান সফর করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেখানে জনবহুল শহরে রোড শো করার কথা রয়েছে জেপি নাড্ডার। কিন্তু এলাকা অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় বিজেপির পছন্দসই জায়গায় রোড শোয়ের অনুমতি দেয়নি পুলিশ। তার বদলে অন্য রুটে মিছিলের কথা বলা হয়েছে। পুলিশের অনুমাতি না মেলায় পরিকল্পনা বদলে অন্য রুট স্থির করে বিজেপি। 

08:30 PM (IST) Jan 09

জেপি নাড্ডার সাংবাদিক সম্মেলন

জেপি নাড্ডার সাংবাদিক সম্মেলন

 

08:16 PM (IST) Jan 09

রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে তোপ নাড্ডার

বাংলায় তৃণমূলের শাসনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতী হয়েছে। বিজেপি ক্ষমতায় এলে কিষাণ সম্মান নিধি বাংলায় চালু করবে। এতদিন ধরে কেন্দ্রীয় প্রকল্প বাংলা নেওয়া হয়নি কেন। এতধিন কী করছিলেন। এখন ঘুম ভেঙেছে। বললেন জেপি নাড্ডা।

08:06 PM (IST) Jan 09

পায়ের তলা থেকে মাটি সরছে তৃণমূলেরঃ নাড্ডা

পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে তৃণমূলের। বাংলার ক্ষমতায় আসবে। বিজেপি সরকার গড়লে বাংলায় আয়ুষ্মান ভারত প্রকল্প তালু হবে। প্রকল্পের আওতাভুক্ত হবেন বাংলার মানুষ।

08:04 PM (IST) Jan 09

শাসকদলকে তোপ জেপি নাড্ডার

বর্ধমানে সাংবাদিক সম্মেলনে রাজ্যের শাসকদলকে দুষলেন জেপি নাড্ডা। বাংলায় রাজনীতির অপরাধীকরন হয়েছে। ১ মাসে ৭ বিজেপিকর্মীর মৃত্যু হয়েছে। আগের থেকে বাংলার মানুষের উৎসাহ চোখে পড়েছে। মমতার সরকারের বিরুদ্ধে বিজেপির সঙ্গে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। বললেন জেপি নাড্ডা।

06:04 PM (IST) Jan 09

সর্বমঙ্গলা মন্দিরে জেপি নাড্ডা

রোড শো শেষে বর্ধমানে সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিলেন জেপি নাড্ডা। তাঁর সঙ্গে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 

05:52 PM (IST) Jan 09

আমি রাজনীতি করতে আসিনিঃ রাজ্যপাল

আমি রাজনীতি করতে আসিনি। সংবিধানরক্ষার দায়িত্ব আমার। অবাধ ও শানতিপূর্ণ ভোট করানোটা চ্যালেঞ্জ। কেন কেন কোর্টে যাবেন। কেন জানাতে হবে পুলিশকে। মন্তব্য রাজপাল জগদীপ ধনখড়ের।

 

05:09 PM (IST) Jan 09

কার্জন গেটের পথে এগিয়ে চলেছে নাড্ডার রোড শো

04:15 PM (IST) Jan 09

'গেরুয়ার পবিত্র রঙে নিমজ্জিত বাংলা'

04:12 PM (IST) Jan 09

নাড্ডার রোড শোয়ে জনসমুদ্র

03:57 PM (IST) Jan 09

'এ মাল অনেকদিন আগে খসে গিয়েছে'

'কাঁথির মেজবাবু' বলে সম্বোধন করে শুভেন্দু অধিকারী সম্পর্কে কল্যান বন্দ্যোপাধ্যায় বললেন, তিনি জানতেন 'এ মাল অনেকদিন আগে খসে গিয়েছে'। তিনি জানান, ২০১৭ সালে এক বিজেপি নেতা তাঁকে জানিয়েছিলেন শুভেন্দু বিজেপি সভাপতি অমিত শাহ-র সঙ্গে দেখা করতে চেয়ে টেক্সট করেছিেলন। তাঁর কথা তখন তৃণমূলের কেউ বিশ্বাস করেনি। 

03:53 PM (IST) Jan 09

একমাসেই বদলে গিয়েছে অনেক কিছু

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে বিজেপির সভাপতি জেপি নাড্ডা বললেন, একমাসে পশ্চিমবঙ্গে অনেক কিছু বদলে গিয়েছে। এর আগে মানুষের মনে ভয় দেখেছিলেন। একমাস পরে এসে দেখছেন, মানুষ মন স্থির করে ফেলেছে বিজেপি-কে ক্ষমতায় আনার বিষয়ে। আর সেইজন্য এখন তাঁরা সবাই বইরে আসছেন।

03:46 PM (IST) Jan 09

সারা জীবনের জন্য রেশন ফ্রি

মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে এলে সারা জীবনের জন্য বাংলার মানুষের রেশন ফ্রি করা হবে বলে জানালেন কল্যান বব্দ্যোপাধ্যায়।

03:44 PM (IST) Jan 09

খ্যাপা ষাঁড়

ব্যারাকপুরে সভা করছেন তৃণমূল সাংসদ কল্যান বন্দোপাধ্যায়। সেকানে তিনি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে চরম কটাক্ষ করে তিনি বললেন আগে তিনি দিলীপকে বলতেন 'খ্যাপা দিলীপ', এখন বলেন 'খ্যাপা ষাঁড়'। কারণ পাগল মানুষের চিকিৎসা আছে, পাগল ষাঁড়ের কোনও চিকিৎসা নেই।

03:42 PM (IST) Jan 09

বর্ধমানে নাড্ডার রোড শো

আজ বর্ধমান শহরে রোড শো করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বীরহাটি থেকে কার্জন গেট পর্যন্ত রোড শো করবেন তিনি।

03:25 PM (IST) Jan 09

নাড্ডাকর সফরকে কটাক্ষ চন্দ্রিমার

নাড্ডার সফরকে কটাক্ষ করলেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য। দিল্লিতে আন্দোলন চলছে। ঠান্ডার মধ্যে বসে রয়েছেন কৃষকরা। আর বাংলায় ঘুরতে এসে কৃষক দরদি ভাব দেখাচ্ছেন। মন্তব্য চন্দ্রিমা ভট্টাচার্য।

03:22 PM (IST) Jan 09

কাটোয়া থেকে বর্ধামানে যাচ্ছেন নাড্ডা

বর্ধমানের কাটোয়া থেকে হেলিকপ্টারে বর্ধমান যাচ্ছেন জেপি নাড্ডা। বর্ধমানে বিজেপির কার্যালয়ে যাবেন তিনি। কয়েক মাস আগে ভার্চুয়ালে ওই বিজেপি কার্যালয়ের উদ্বোধন করেছিলেন।

02:39 PM (IST) Jan 09

'কৃষিতে রোজগারের ক্ষেত্রে দেশে ২৪ নম্বরে পশ্চিমবঙ্গ'

কৃষক সুরক্ষা অভিযান সূচনা করে নাড্ডা বলেন, 'ক্ষমতায় এলে কৃষকদের উন্নয়ন করা হবে। ৩ কৃষি আইনে কৃষকদের উন্নতি হবে। রাজ্যে ক্ষমতায় এলে সরকার গড়ে আমরাই কেন্দ্রের কৃষক নিধি সম্মান চালু করব। কৃষকদের বাজেট ৬ গুন বাড়িয়েছে মোদী সরকার।' অপরদিকে তিনি বলেন, 'কৃষিতে রোজগারের ক্ষেত্রে দেশে ২৪ নম্বরে পশ্চিমবঙ্গ।' 

02:34 PM (IST) Jan 09

শঙ্খধ্বনি উলুধ্বনি-তে স্বাগত

মথুরা মণ্ডলের বাড়িতে শঙ্খধ্বনি এবং উলুধ্বনি-তে স্বাগত জানানো হল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং বিজেপির অন্যান্য নেতৃত্বকে।

02:22 PM (IST) Jan 09

চাল সংগ্রহ করলেন জেপি নাড্ডা

কাটোয়ার মুশলু গ্রামের এক কৃষক পরিবার থেকে ১ মুঠো চাল সংগ্রহ করে কৃষক সুরক্ষা অভিযান শুরু করলেন জেপি নাড্ডা। মোট ৫ টি কৃষক পরিবার থেকে এদিন শস্য সংগ্রহ করার কথা তাঁর। কৃষক পরিবার থেকে তাঁকে গুড়ের রসগোল্লাও খাওানো হয়।

02:07 PM (IST) Jan 09

এবার কৃষকের বাড়িতে মধ্যাহ্নভোজ

কাটোয়ার সভা শেষ করে এবার মথুরা মণ্ডল নামে স্থানীয় এক কৃষক পরিবারে মধ্যাহ্নভোজ খেতে রওনা দিলেন বাংলা সফরে আসা বিজেপি-র সর্বভারতীয় সভাপতি।

02:06 PM (IST) Jan 09

কৃষক সুরক্ষার শপথ

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কাটোয়ার সভায়  উপস্থিত নেতা-কর্মীদের কৃষক সুরক্ষা অভিযান-এর শপথবাক্য পাঠ করালেন।

02:05 PM (IST) Jan 09

আয়ুষ্মান প্রকল্প দেয়নি মমতা

রাজ্যের ৪ কোটি ৬৭ লক্ষ মানুষকে আয়ুষ্মান প্রল্পে মোদী সরকারের দেওয়া স্বাস্থ্যবিমার সুবিধা নিতে দেননি বলে জানান জেপি নাড্ডা।

02:03 PM (IST) Jan 09

তৃণমূল মানে চাল চোর, ত্রিপল চোর

তৃণমূল মানে চাল চোর, ত্রিপল চোর বলে কটাক্ষ করলেন জেপি নাড্ডা। তিনি অভিযোগ করেন কোভিডের সময় রেশন চুরি করেছেন তৃণমূল নেতারা। এমনকী, চোরদের বাঁচাতে মমতা আদালতেও গিয়েছেন বলে জানান তিনি। মমতা সরকার মোদীর দেওয়া প্রকল্পের নামও চুরি করেন বলে অভিযোগ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। কিন্তু কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে বাংলায় চালালেও, নরেন্দ্র মোদীর গ্রহণযোগ্যতা কমানো যাবে না বলে দাবি করেন তিনি।

01:58 PM (IST) Jan 09

মনস্থির করে ফেলেছে মানুষ

বাংলায় বিজেপি সরকার গড়ার জন্য মানুষ মনস্থির করে ফেলেছে, বললেন জেপি নাড্ডা।

01:57 PM (IST) Jan 09

বিজেপি সরকারই রাজ্য়ে চালু করবে কৃষক সম্মান

কৃষকদের বাজেট ৬ গুণ বাড়িয়েছে মোদী সরকার, এই দাবি করে জেপি নাড্ডা মতা বন্দ্যোপাধ্য়ায় সরকারকে আক্রমণ করলেন। তিনি বলেন, এতদিন পর মমতা বন্দ্যোপাধ্য়ায় সরকার পায়ের নিচে মাটি না পেয়ে এখনি কৃষক সম্মান নিধির টাকা চাইছেন। কিন্তু, বিজেপি রাজ্যে সরকার গড়ে তারাই কৃষক নিধি সম্মান চালু করবেন বলে জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

01:52 PM (IST) Jan 09

রাজ্যে কৃষক ভোজ

২৪ থেকে ৩১ জানুয়ারি পশ্চিমবঙ্গে কৃষক ভোজ কর্মসূচির আয়োজন করবে বিজেপি। ৪০ হাজার গ্রাম সভা করা হবে বংলা জুড়ে।

01:50 PM (IST) Jan 09

দুর্গা মা-র নামে শপথ

'দুর্গা মা-র নামে শপথ' করে কাটোয়ার সভায় জেপি নাড্ডা বললেন, কৃষকদের নিয়ে পরিবর্তন আনবে বিজেপি।

01:29 PM (IST) Jan 09

নাড্ডা সফর নিয়ে টুইট বাবুলের

01:22 PM (IST) Jan 09

রাস্তা ফেরতের দাবিতে বিশ্বভারতীতে অনশনে উপাচার্য

রাস্তা ফেরতের দাবিতে বিশ্বভারতীতে অনশনে উপাচার্য। অপরদিকে পাল্টা বিক্ষোভ দেখায় পড়ুয়ারা।

01:20 PM (IST) Jan 09

কৃষক সুরক্ষা সভায় নাড্ডা

 কৃষক সুরক্ষা সভায় পৌছেলেন জেপি  নাড্ডা

 

12:58 PM (IST) Jan 09

কাটোয়ার রাধা গোবিন্দ মন্দিরে নাড্ডা

কাটোয়ার রাধা গোবিন্দ মন্দির দর্শনে নাড্ডা

12:53 PM (IST) Jan 09

কাটোয়া পৌছাল নাড্ডার হেলিকপ্টার

কাটোয়া পৌছাল নাড্ডার হেলিকপ্টার

 

12:20 PM (IST) Jan 09

নাড্ডার সভা-সফরে প্রায় ২ লাখ জমায়াতের পরিকল্পনা

নাড্ডার সভা-সফরে কর্মী-সমর্থক মিলিয়ে প্রায় ২ লাখ মানুষের জমায়াতের পরিকল্পনায় রাজ্য বিজেপি

12:12 PM (IST) Jan 09

নাড্ডার সফর ঘিরে কড়া নিরাপত্তা

নাড্ডার সফর ঘিরে কড়া নিরপত্তা। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ান, রাজ্য পুলিশ কড়া নজর রাখছে চারিদিকে, যাতে করে কোনওভাবেই আগের বারের স্মৃতি ফিরে না আসে।

12:08 PM (IST) Jan 09

অন্ডাল বিমানবন্দরে এসে পৌঁছলেন নাড্ডা

অন্ডাল বিমানবন্দরে এসে পৌঁছলেন নাড্ডা,  স্বাগত জানাতে উপস্থিত বিজেপি-র শীর্ষ নের্তৃত্ব

 

12:01 PM (IST) Jan 09

নাড্ডা স্বাগত জানাতে প্রস্তুত বাংলা

11:36 AM (IST) Jan 09

কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে উপস্থিত বাবুল-দিলীপ

কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে নাড্ডাকে স্বাগত জানানোর জন্য উপস্থিত হয়েছেন  বাবুল সুপ্রিয়, দিলীপ ঘোষ সহ বিজেপির শীর্ষ নের্তৃত্ব

11:20 AM (IST) Jan 09

অন্ডাল বিমানবন্দরে পৌছলেন দিলীপ ঘোষ

অন্ডাল বিমানবন্দরে পৌছলেন দিলীপ ঘোষ। আর একটু পরেই এসে পৌছাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

11:15 AM (IST) Jan 09

দুপুরে রোড শো সেরে নাড্ডা যাবেন সর্বমঙ্গলা মন্দিরে

মধ্যাহ্নভোজ সেরে দুপুর ২ টা ৫ মিনিটে নামবেন বর্ধমান হেলিপ্যাডে। স্বাগত জানাবে বিজেপির কার্যকর্তা- শীর্ষ নের্তৃত্ব। এরপর ৩ টে ১০ মিনিটে ক্লক টাওয়ার থেকে শুরু হবে রোড শো। এরপর রোড শোয়ের পর ৪ টে ২০ নাগাদ সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেবেন তিনি। 

10:43 AM (IST) Jan 09

দুপুর ১ টায় নাড্ডা সারবেন মধ্য়াহ্নভোজ

দুপুর ১ টায় এক কৃষক পরিবারে মধ্য়াহ্নভোজ সারবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।