Asianet News Bangla | Published : Jan 11, 2021 2:13 AM IST / Updated: Jan 11 2021, 05:48 PM IST

Election Live Update- বিজেপির মিছিলে শোভন-বৈশাখী জুটি, রাজনীতিতে সক্রিয় হয়ে তৃণমূলকে আক্রমণ

সংক্ষিপ্ত


সোমবার নদিয়ায় আসছেন মমতা। নদিয়ার হাবিবপুরের ছাতিমতলায় সভা করবেন তিনি। নির্বাচনী প্রস্তুতি নিয়ে কথা বলবেন জেলার দলীয় নের্তৃত্বের সঙ্গে। তাই মুখ্যমন্ত্রীকে ঘিরে এখন সেখানে ব্যস্ততা তুঙ্গে। কড়া নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে গোটা এলাকা। দলের একাশের দাবি, প্রবীণ নেতারা দল ছাড়তে শুরু করলে সমর্থন টিকিয়ে রাখা মুশকিল। তাই দলীয় কর্মীদের মনবল বাড়াতেই এই সভা মমতার। 


 

06:05 PM (IST) Jan 11

ফায়ার স্টেশনের উদ্বোধনে মমতা

আউটট্রাম ঘাটে মুখ্যমন্ত্রী মমতা। গঙ্গাসাগর ও কাশীপুরে ফায়ার স্টেশনের উদ্বোধনের করেন তিনি।

05:22 PM (IST) Jan 11

কলকাতার রাজপথ থেকে তৃণমূলকে কটাক্ষ বৈশাখীর

একদিন রাজ্য সরকার কিছু করেনি। এখন করছে দুয়ারে সরকার। কলকাতার রাজপথ থেকে তৃণমূলকে কটাক্ষ বৈশাখীর।

04:25 PM (IST) Jan 11

শোভন-বৈশাখীর রোড শো শুরু

 রোড শোয়ে বেরিয়ে নিজের ছেড়ে আসা দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন শোভন। বললেন নিজের দিকে ফিরে তাঁকাতে।

03:29 PM (IST) Jan 11

'বিজেপি যেন ওয়াশিং মেশিং'

'বিজেপি যেন ওয়াশিং মেশিং',রানাঘাটের হবিবপুর ছাতিমতলা মাঠে এসে বিজেপিকে এমনই ভাবে আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 

03:20 PM (IST) Jan 11

'দেড় লক্ষ পরিবারকে পাট্টা দেওয়ার সিদ্ধান্ত'

 রাণাঘাটের সভা  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় জমির পাট্টা নিয়েও কথা বলেন। 'দেড় লক্ষ পরিবারকে পাট্টা দেওয়ার সিদ্ধান্ত হয়ে গিয়েছে। উদ্বাস্তুদের নিঃশর্ত জমির দলিল, আমিই করিয়েছিলাম। যে যেখানে যেমন আছেন, সেখানেই তিনি পাট্টা পাবেন।'

03:19 PM (IST) Jan 11

'আগে নোট বন্দি-এবার করবে জেল বন্দী'


'আগে নোট বন্দি-এবার করবে জেল বন্দী', রাণাঘাটের সভা থেকে সংশয় নিয়ে বিজেপিকে আক্রমণ করে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। এদিকে রাণাঘাটের সভার দিনেই সকাল থেকেই কলকাতা সহ ১২ জায়গায় একযোগে তল্লাশি শুরু করেছে ইডি। 
 

01:46 PM (IST) Jan 11

সাংবাদিক সম্মেলনে বিজেপি মহিলা মোর্চার দুই নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পল চৌধুরী

01:22 PM (IST) Jan 11

নদিয়ার হবিবপুরে মমতার সভা, সরাসরি লাইভ

01:22 PM (IST) Jan 11

'সব মতুয়াদের নাগরিক করব'

'সব মতুয়াদের নাগরিক করব' রাণাঘাটের সভা থেকে বললেন মমতা

01:20 PM (IST) Jan 11

কল্য়াণের নামে FIR

শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্য়াণের নামে এফআইআর দায়ের করেছে ভারতীয় জনতা যুব মোর্চা নামে একটি সংগঠন।

 

 

01:10 PM (IST) Jan 11

'NPR করতে দেব না' বললেন মমতা

'NPR করতে দেব না'  রাণাঘাটের সভা থেকে বললেন মমতা

12:09 PM (IST) Jan 11

'বাংলায় একের পর এক ধর্ষণের ঘটনায় কেন চুপ পিসি'

09:58 AM (IST) Jan 11

নিজে থেকেই প্রার্থীদের নাম ঘোষণা কল্যাণ ও মুকুলের

জাঙ্গিপাড়ায় জনসভা করতে গিয়ে সেখানে বিধানসভা প্রার্থী হিসাবে স্নেহাশিস চক্রবর্তীর নাম ঘোষণা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। এই ঘোষণা ঘিরে বিতর্ক, দল যেখানে এখনও বিধানসভা ভোটের  প্রার্থী তালিকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, সেখানে কী করে কল্যাণ স্নেহাশিসের নাম ঘোষণা করলেন? প্রশ্ন তুলেছে তৃণমূল নেতৃত্বের একাংশ। 

হাওড়া-তে জনসভা করতে গিয়ে হাওড়া উত্তরের বিজেপি প্রার্থী হিসাবে উমেশ রাই-এর নাম ঘোষণা মুকুল রায়ের। দল প্রার্থী করলে জয়ের জন্য জান লড়িয়ে দেবেন বলে জানিয়েছেন উমেশ। 

09:53 AM (IST) Jan 11

আজ মিছিলে শোভন, বৈশাখী কি থাকবেন

আজ গোলপার্ক থেকে সেলিমপুর পর্যন্ত বিজেপি-র মিছিল, শোভন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই মিছিল হবে, থাকার কথা বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের।

08:27 AM (IST) Jan 11

নাড্ডা যেতেই বেসুরো সর্বমঙ্গলার পুরোহিত

08:22 AM (IST) Jan 11

'মিথ্যে প্রকল্পের রচয়িতা তৃণমূল'