Ritam Talukder | Published : Jan 13, 2021 2:46 AM IST / Updated: Jan 13 2021, 02:14 PM IST

Election Live Update- ED হাতের গ্রেফতার প্রাক্তণ তৃণমূল সাংসদ কেডি সিং, মুকুলকে কাঠগড়ায় তুললেন কুণাল

সংক্ষিপ্ত

বুধবার  বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্য়ে আসছেন  উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন।  তারপরেই ১৫ জানুয়ারি রাজ্য়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। এই ভোটার তালিকা অনুযায়ীই আগামী নির্বাচন হবে। ভোটার তালিকা সম্পূর্ণ নির্ভূল করতে আগে থেকেই সকল জেলাশাসক এবং একাজে নিযুক্ত কর্মীদের নির্দেশ দিয়ে গিয়েছিলেন সুদীপ জৈন। দিল্লিতে বসে একাধিকবার সেই কাজ নিয়ে পরিচালনাও করেছেন তিনি। একজন ভোটারও যাতে তালিকা থেকে বাদ না যায়, তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছিল কমিশন। এই সকল কিছুই তিয়ে দেখতে রাজ্য়ে আসছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন।
 

04:54 PM (IST) Jan 13

সিপিএম কর্মী খুনে কাঠগোড়ায় তৃণমূল

 সিপিএম কর্মী খুনে কাঠগোড়ায় তৃণমূল। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার ডাল খোলা থানা এলাকায়। ওই ব্যক্তি বিজেপিতে যোগ দেওয়া ইচ্ছে প্রকাশ করাই খুন করা হয়েছে বলে দাবি।

03:11 PM (IST) Jan 13

'পিসির অনুপ্রেরণায় বিশ্বভারতীকে নিয়ে রাজনীতি'

02:06 PM (IST) Jan 13

ED হাতের গ্রেফতার প্রাক্তণ তৃণমূল সাংসদ কেডি সিং

আর্থিক দুর্ণীতির অভিযোগে গ্রেফতার প্রাক্তণ তৃণমূল সাংসদ কেডি সিং।  ২৩৯ কোটি টাকার আর্থিক দুর্ণীতির অভিযোগ উঠেছে রাজ্য সভার এই প্রাক্তন সাংসদের বিরুদ্ধে। দিল্লি থেকে অ্য়ালকেমিস্ট গ্রুপের কর্ণাধার কেডি সিংকে গ্রেফতার করেছে ইডি। এদিকে এই ঘটনার পর মুকুলের বিরুদ্ধে অভিযোগ তুলে গ্রেফতারের দাবি তুললেন কুণাল ঘোষ।

01:55 PM (IST) Jan 13

তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে সৌগত

01:19 PM (IST) Jan 13

তৃণমূল জেলা সভাপতি পদ থেকে অপসারিত শিশির অধিকারী

তৃণমূল জেলা সভাপতি পদ থেকে অপসারিত শিশির অধিকারী

12:38 PM (IST) Jan 13

কোচবিহারে বিজেপির ভাঙন

কোচবিহারের নাটাবাড়িতে বিজেপিতে ভাঙন। ৪২ পরিবারের যোগদান তৃণমূলে। 

11:32 AM (IST) Jan 13

কুণালের অভিযোগ ওড়ালেন কলকাতার প্রাক্তন মেয়র


'কোনও চিট ফান্ডের একশো কিলোমিটারের মধ্য়ে আমার সম্পর্ক নেই', গ্রেফতারের দাবি তোলার পর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের উত্তর দিলেন কলকাতার প্রাক্তণ মেয়র শোভন চট্টোপাধ্য়ায়।

10:33 AM (IST) Jan 13

মহিলা সহ বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মহিলা সহ ৫ বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তুলকালাম ট্য়াংরা।

09:12 AM (IST) Jan 13

'পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও এটাই নারী সুরক্ষার হাল'

09:11 AM (IST) Jan 13

'ক্ষতিপূরণ পায়না ক্ষতিগ্রস্থরা'