বুধবার বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্য়ে আসছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। তারপরেই ১৫ জানুয়ারি রাজ্য়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। এই ভোটার তালিকা অনুযায়ীই আগামী নির্বাচন হবে। ভোটার তালিকা সম্পূর্ণ নির্ভূল করতে আগে থেকেই সকল জেলাশাসক এবং একাজে নিযুক্ত কর্মীদের নির্দেশ দিয়ে গিয়েছিলেন সুদীপ জৈন। দিল্লিতে বসে একাধিকবার সেই কাজ নিয়ে পরিচালনাও করেছেন তিনি। একজন ভোটারও যাতে তালিকা থেকে বাদ না যায়, তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছিল কমিশন। এই সকল কিছুই তিয়ে দেখতে রাজ্য়ে আসছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন।
04:54 PM (IST) Jan 13
সিপিএম কর্মী খুনে কাঠগোড়ায় তৃণমূল। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার ডাল খোলা থানা এলাকায়। ওই ব্যক্তি বিজেপিতে যোগ দেওয়া ইচ্ছে প্রকাশ করাই খুন করা হয়েছে বলে দাবি।
03:11 PM (IST) Jan 13
02:06 PM (IST) Jan 13
আর্থিক দুর্ণীতির অভিযোগে গ্রেফতার প্রাক্তণ তৃণমূল সাংসদ কেডি সিং। ২৩৯ কোটি টাকার আর্থিক দুর্ণীতির অভিযোগ উঠেছে রাজ্য সভার এই প্রাক্তন সাংসদের বিরুদ্ধে। দিল্লি থেকে অ্য়ালকেমিস্ট গ্রুপের কর্ণাধার কেডি সিংকে গ্রেফতার করেছে ইডি। এদিকে এই ঘটনার পর মুকুলের বিরুদ্ধে অভিযোগ তুলে গ্রেফতারের দাবি তুললেন কুণাল ঘোষ।
01:55 PM (IST) Jan 13
01:19 PM (IST) Jan 13
তৃণমূল জেলা সভাপতি পদ থেকে অপসারিত শিশির অধিকারী
12:38 PM (IST) Jan 13
কোচবিহারের নাটাবাড়িতে বিজেপিতে ভাঙন। ৪২ পরিবারের যোগদান তৃণমূলে।
11:32 AM (IST) Jan 13
'কোনও চিট ফান্ডের একশো কিলোমিটারের মধ্য়ে আমার সম্পর্ক নেই', গ্রেফতারের দাবি তোলার পর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের উত্তর দিলেন কলকাতার প্রাক্তণ মেয়র শোভন চট্টোপাধ্য়ায়।
10:33 AM (IST) Jan 13
মহিলা সহ ৫ বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তুলকালাম ট্য়াংরা।
09:12 AM (IST) Jan 13
09:11 AM (IST) Jan 13