Election Live Update- হাওড়ায় কৃষি আইনের বিরুদ্ধে তৃণমূলের মিছিল, অনুপস্থিত বৈশালী-রাজীব

সংক্ষিপ্ত

 
রবিবার আসন বন্টন নিয়ে এই প্রথমবার বৈঠকে বসছে বাম-কংগ্রেস। রবিবার এই বৈঠক শুরু হবে বেলা ১১টায়। তার আগে কোন পছে দর কষাকষি করা হবে, এ নিয়ে ইতিমধ্য়েই শনিবার আলোচনা সেরে নিয়েছেন প্রদেশ নেতারা। উল্লেখ্য, দুই পক্ষই জোটের পক্ষে সওয়াল করেছিল। সেই কথা মতই ২০২১ এর বিধানসভা নির্বাচনের একসঙ্গে লড়াইয়ের কথা সরকারিভাবে ঘোষণা করা হয়েছিল। তবে এই মুহূর্তে বাম-কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা নিয়ে জট তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।
 
 


 

04:11 PM (IST) Jan 17

কৃষি আইনের বিরুদ্ধে তৃণমূলের মিছিল

কৃষি আইনের বিরুদ্ধে তৃণমূলের মিছিল, অনুপস্থিত বৈশালী-রাজীব। একই সঙ্গে অরূপ-প্রসুণ

01:33 PM (IST) Jan 17

নদীয়ায় তৃণমূলে বড়সড় ভাঙন

  নদীয়ায় তৃণমূলে বড়সড় ভাঙন। BJP তে যোগ দিলেন ৩০০তৃণমূল কর্মী

01:27 PM (IST) Jan 17

জেলা সভাপতির পদও হাতছাড়া জিতেন্দ্রের

পুর প্রশাসকের পর জেলা সভাপতি পদও হাতছাড়া জিতেন্দ্রের।

12:16 PM (IST) Jan 17

বাম-কংগ্রেসের বৈঠকে অধরা আসন সমঝোতা

জোটের ঘোষণা আগেই হয়ে গিয়েছিল। রবিবার আসন সমঝোতা নিয়ে আলোচনায় বসেছিল বাম-কংগ্রেস। বৈঠক শেষে বিজেপি-তৃণমূলের বিরুদ্ধে যৌথভাবে লড়াইয়ের বার্তা দিল দুই দলের শীর্ষ নেতৃত্ব। তবে আসন সমঝোতা নিতে. কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হল না। এটা একটা প্রক্রিয়া যা আগামি দিনেও চলবে বলে জানালেন অধীর চৌধুরী, বিমান বসুরা।

11:33 AM (IST) Jan 17

কলকাতায় চা-চক্রে দিলীপ

11:11 AM (IST) Jan 17

আগামিকাল মমতার গড়ে শুভেন্দুর ব়্যালি ও সভা

সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে ব়্যালি ও সভা করবেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ ও কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। প্রথম টালিগঞ্জ থেকে রাসবিহারী পর্যন্ত রোড শো, তারপর সভা করবে বিজেপি নেতৃত্ব।

09:46 AM (IST) Jan 17

আজ দলীয় কর্মীদের নিয়ে বিশেষ বৈঠক কৈলাস-দিলীপের

সামনে একুশের নির্বাচন। তাই বাংলা জয়ে আজ দলীয় কর্মীদের নিয়ে বিশেষ বৈঠক কৈলাস-দিলীপের।

09:45 AM (IST) Jan 17

'তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গ দেখেছে শুধুই বেকারত্ব আর দুর্নীতি'

09:44 AM (IST) Jan 17

চন্দ্রকোনায় বিজেপির সভায় উপচে পড়ল ভীড়