Asianet News Bangla | Published : Jan 20, 2021 2:08 AM IST / Updated: Jan 20 2021, 06:53 PM IST

Election Live Update- রাজ্যে এল নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ, আগামী ৩ দিনের ঠাসা কর্মসূচি

সংক্ষিপ্ত

আজ রাজ্য়ে আসছে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার নের্তৃত্বে কমিশনের তিন সদস্যের ফুল বেঞ্চ। কমিশনের ফুল বেঞ্চের বাকি সদস্য হলেন-সুশীল চন্দ্রা এবং রাজীব কুমার। কলকাতায় পৌছেই প্রাথমিকভাবে মুখ্য নির্বাচনী আধিকারীক এবং কমিশনের নোডাল অফিসার তথা রাজ্য পুলিশের এডিজি-র (আইনশৃঙ্খলা) সঙ্গে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন। বৃহস্পতিবার সকালে রাজনৈতিক দলগুলির প্রতিনিধির সঙ্গে আলাদা করে সাক্ষাত করবে ফুল বেঞ্চ।

03:13 PM (IST) Jan 20

হুগলির তালডাঙায় শুভেন্দুর রোড শো

হুগলির তালডাঙায় শুভেন্দুর রোড শো-থাকছেন লকেটও। 

03:11 PM (IST) Jan 20

বিজেপিতে যোগ দিচ্ছেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক

বিজেপিতে যোগ দিচ্ছেন শান্তিপুরের তৃণমূল  বিধায়ক অরিন্দম ভট্টাচার্য।

01:51 PM (IST) Jan 20

তৃণমূলের বিরুদ্ধে কমিশনকে চিঠি অধীরের

'একুশের নির্বাচনে অনৈতিক সুবিধা পাওয়ার জন্য পুরভোট করাচ্ছে না তৃণমূল', অভিযোগ জানিয়ে কমিশনকে চিঠি পাঠিয়েছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।   তিনি চিঠিতে লিখেছেন, পশ্চিমবঙ্গের অনেক পুরসভায় নির্বাচিত কাউন্সিলরদের মেয়াদ ফুরিয়ে গেলেও সেখানে নির্বাচন না করিয়ে প্রশাসক বসিয়েছে তৃণমূল। নিজেদের রাজনৈতিক অভিসন্ধির পূরণের জন্যই সাংবিধানিক রীতিনীতিকে লঙ্ঘন করেছে তৃণমূল।'
 

01:22 PM (IST) Jan 20

আজ বিনয় মিশ্রকে হাজিরার নির্দেশ

পাচার কাণ্ডে ইতিমধ্য়েই উঠে এসেছে বাংলার একাধিক ক্ষমতাশালী মানুষের নাম। নাম জড়িয়েছে বিনয় মিশ্রেরও। আজ বিনয় মিশ্রকে হাজিরার নির্দেশ CBI -র, হাজিরা না দিলে গ্রেফতারি পরোয়ানা। 

12:50 PM (IST) Jan 20

সরকারি প্রকল্পের উদ্বোধন মমতার

পুরুলিয়া, ঝাড়গ্রাম-পশ্চিম মেদিনীপুরে বেশ কয়েকটি সরকারি প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। পুরুলিয়া থেকে ভার্চুয়ালে উদ্বোধন করেন তিনি।

11:42 AM (IST) Jan 20

'মাঝপথে খেলা ছেড়ে পালাবো না'

বিশ্বরূপ দে আরও বলেন, তিনি শেষ অবধি ক্রিজে পড়ে থাকবেন। মাঝপথে খেলা ছেড়ে পালাবেন না।

11:41 AM (IST) Jan 20

'মমতা কখনও হুক করছেন, কখনও কাট মারছেন'

ক্রিকেট প্রশাসন বিশ্বরূপ দে আরও জানান, বিভিন্ন দিক থেকে মমতার দিকে বল ধেয়ে আসছে। কখনও বোলার নরেন্দ্র মোদী, কখনও অমিত শাহ, কখনও বা রাজ্যপাল। মমতা যেভাবে সেগুলি সামলাচ্ছেন, তা অতুলনীয়। কখনও মমতা হুক করছেন, কখনও কাট মারছেন। বিশ্বরূপ দে টিম স্পিরিটে বিশ্বাসী বলেই মমতার দলে এসেছেন বলেও জানালেন।

11:39 AM (IST) Jan 20

'মমতার স্পিরিট দেখে এসেছি'

যোগদানের পর বিশ্বরূপ দে জানান, তিনি তৃণমূলের বিরাট ভক্ত নন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের স্পিরিট দেখেই এই দলে যোগ দিলেন।

11:36 AM (IST) Jan 20

তৃণমূলে প্রাক্তন সিএবি সচিব

তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন সিএবি সচিব বিশ্বরূপ দে। তাঁর সঙ্গে আরও প্রায় ১২৫ জন মানুষ এদিন তৃণমূলের সদস্য পদ নিলেন।

11:31 AM (IST) Jan 20

কলকাতায় তৃণমূলের শান্তি মিছিলে 'গোলি মারো স্লোগান'

শুভেন্দু-দিলীপের রোড শোয়ে তৃণমূলের পতাকা হাতে কয়েকজন হামলা চালায়। শুরু করে ইটবৃষ্টি। এরপরেই কলকাতায় তৃণমূলের শান্তি মিছিল বের হয়। আর সেই তৃণমূলের শান্তি মিছিলেই শোনা যায়  'গোলি মারো স্লোগান'।

09:24 AM (IST) Jan 20

'এক মুঠো চাল সংগ্রহ' অভিযানে দিলীপ