Election Live Update- কেন্দ্রের বাজেট নিয়ে বড় খোঁচা, উত্তরবঙ্গের সভায় বিজেপিকে হুঁশিয়ারি মমতার

সংক্ষিপ্ত


সোমবার উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। দুপুর ২.১০ মিনিটে মুখ্যমন্ত্রী বাগডোগরা বিমান বন্দর থেকে সড়ক পথে  আসবেন  বাঘাযতিন পার্কে। এই কারণে রবিবার মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডিপি সিং।খতিয়ে দেখলেন নিরাপত্তা ব্যাবস্থা। উল্লেখ্য, ২০১২ সালে উত্তরবঙ্গ সূচনা করেন মুখ্যমন্ত্রী, প্রতিবছর শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উত্তরবঙ্গ উতসবের সূচনা হয়ে এসেছে এবারই প্রথম শিলিগুড়ির বাঘাযতীন পার্কে এই অনুষ্ঠানের সূচনা করতে চলেছেন তিনি। অপরদিকে, মঙ্গলবার অমিত শাহ-র বাস ভবনে বিশেষ বৈঠকে রাজ্য থেকে প্রথম ডাক পেলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

03:57 PM (IST) Feb 01

'ভেকধারী সরকারের ফেকধারী বাজেট'

'ভেকধারী সরকারের ফেকধারী বাজেট' বাজেট নিয়ে ব্য়পক খোঁচা দিলেন উত্তরবঙ্গ সফরে এসে মমতা।

09:10 AM (IST) Feb 01

'বাংলার মানুষ তৃণমূলকে করবে বিদায়'

09:09 AM (IST) Feb 01

মোদীর বাংলা সফরে আমন্ত্রিত মমতা

মোদীর বাংলা সফরে আমন্ত্রিত মমতা। সামনেই মোদীর হলদিয়ায় ২ প্রকল্পের সূচনা রয়েছে। প্রধানমন্ত্রীর এই কর্মসূচিতে আমন্ত্রন জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাদ্যায়কে।