Election Live Update-বারুইপুরে শুভেন্দুকে কালো পতাকা, মমতাকে তোপ শিশিরপুত্রের, কী বার্তা দিলেন রাজীব

সংক্ষিপ্ত


মঙ্গলবার মমতার উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিন।উল্লেখ্য, ২০১২ সালে উত্তরবঙ্গ সূচনা করেন মুখ্যমন্ত্রী, প্রতিবছর শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উত্তরবঙ্গ উতসবের সূচনা হয়ে এসেছে। তবে এবার সফরের প্রথম দিনে তিনি কেন্দ্রের বাজেট নিয়ে ব্যাপক খোঁচা দেন। 'নতুন করে কিছু চাই না, সব বানিয়ে দেব' এই প্রতিশ্রুতি দেন। বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গে হারানো জমি ফিরে পেতে স্থানীয়দের মন পাওয়ার পাশাপাশি দলীয় ক্ষতে প্রলেপ লাগানোর চেষ্টা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকেমঙ্গলবার অমিত শাহ-র বাস ভবনে বিশেষ বৈঠক। এবং সেখানে রাজ্য থেকে প্রথম ডাক পেলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

 

06:16 PM (IST) Feb 02

২ ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলতে পারে স্কুল

আগামী ১২ ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলতে পারে স্কুল। কোভিডের নিয়ম বিধি মেনে ক্লাস করবে একাদশ ও  দ্বাদশ শ্রনির পড়ুয়ারা। কলেজ খোলা নিয়ে বুধবার বৈঠকে সিদ্ধান্ত। জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়।

03:08 PM (IST) Feb 02

'রাজ্য়ে চাকরি নেই' বারুইপুরের সভা থেকে বার্তা রাজীবের

'রাজ্য়ে চাকরি নেই,তাই ১০০ দিনের কাজ করতে হয়' বারুইপুরের সভা থেকে খোঁচা রাজীবের 

03:06 PM (IST) Feb 02

বারুইপুরে শুভেন্দুকে কালো পতাকা

বারুইপুরে যাওয়ার পথে শুভেন্দুকে কালো পতাকা দেখানো হবে।

01:19 PM (IST) Feb 02

উত্তরবঙ্গে গণবিবাহ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গের ফালাকাটায় রাজ্য সরকার আয়োজিত গণবিবাহ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

01:18 PM (IST) Feb 02

২ বছর পর আলিপুরদুয়ারে মমতা

২ বছর পর আলিপুরদুয়ারে মমতা 

12:27 PM (IST) Feb 02

'উন্নয়ন ও পরিবর্তনের নামে সন্ত্রাস', ফের BJP র তোপ

12:25 PM (IST) Feb 02

ইস্তফা দিতে পারেন এবার দিব্যেন্দু

১০ ফেব্রুয়ারি সাংসদ পদ থেকে ইস্তফা দিতে পারেন এবার দিব্যেন্দু অধিকারী
 

09:52 AM (IST) Feb 02

'কৃষকদের সাহায্যের কথা দিয়েও বঞ্চনা করেছে রাজ্য সরকার'

09:42 AM (IST) Feb 02

আজই BJP তে যোগ দিচ্ছেন দীপক হালদার

তৃণমূল ছেড়ে আসার পর আজ রাজীব-শুভেন্দুর উপস্থিতিতেই বিজেপিতে যোগ দিচ্ছেন দীপক হালদার।

09:40 AM (IST) Feb 02

'ভুয়ো প্রতিশ্রুতি, মিথ্যাবাদী সরকার'

09:39 AM (IST) Feb 02

আজ থেকে ডুয়ার্স সফর মমতার

নজরে আদিবাসী ভোট ব্যাঙ্ক, আজ থেকে ডুয়ার্স সফর মমতার