ভোটের ময়দানে কার দৌর কত দূর, রাজ্যজুড়ে বিজেপি-তৃণমূলের তরজা তুঙ্গে। ২০২১-এর বিধানসভা নির্বাচনের ছবিটা ঠিক কী হতে চলেছে, সেই দিকেই এখন কড়া নজর সকলের। এরই মাঝে আবারও একবার মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোচ্চার শোভন-বৈশাখী।
04:53 PM (IST) Jan 29
ব্যক্তিগত কারণ দেখিয়ে ভোটের মুখে চন্দননগরের সিপি পদ থেকে পদত্যাগ হুমায়ুন কবীরের, ১ তারিখে তিনি দায়িত্ব অর্পণ করবেন গৌরব শর্মাকে।
04:52 PM (IST) Jan 29
ব্যক্তিগত কারণ দেখিয়ে ভোটের মুখে চন্দননগরের সিপি পদ থেকে পদত্যাগ হুমায়ুন কবীরের, ১ তারিখে তিনি দায়িত্ব অর্পণ করবেন গৌরব শর্মাকে।
04:52 PM (IST) Jan 29
ব্যক্তিগত কারণ দেখিয়ে ভোটের মুখে চন্দননগরের সিপি পদ থেকে পদত্যাগ হুমায়ুন কবীরের, ১ তারিখে তিনি দায়িত্ব অর্পণ করবেন গৌরব শর্মাকে।
04:49 PM (IST) Jan 29
একের পর এক দল বদল, তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগদান, কড়া প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের, তৃণমূলের বিধায়কমন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, দলবদলে শরীরের কিছু অংশ এদিক ওদিক করছে, মাথা তো এখানেই রয়েছে, রাজীবকে ভালো ছেলে বলে মন্তব্য কুণাল ঘোষের, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের শহিদ আন্দোলনের সঙ্গে রাজীব এবং রাজীবের পরিবারের কোনও দিন কোনও যোগ নেই।
04:36 PM (IST) Jan 29
04:33 PM (IST) Jan 29
বিধায়ক পদও ছেড়ে দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র জমা করেন।
04:25 PM (IST) Jan 29
রাজ্যের মেয়াদ উত্তীর্ণ পুরসভাগুলিতে অবিলম্বে নির্বাচন করতে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তবে, সুপ্রিম কোর্টের নির্বাচন নিয়ে একটি মামলার জেরে কলকাতা পুরসভার নির্বাচন নিয়ে কোনও নির্দেশ দেয়নি আদালত।
01:56 PM (IST) Jan 29
আমি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছি। সংসদীয় গণতন্ত্রে কোনও রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকা উচিত। কাল সব জানাব। বললেন রাজীব।
09:32 AM (IST) Jan 29
শুক্রবার রাতেই বাংলায় আবারও আসছেন অমিত শাহ। শেষবার এসেছিলেন শান্তিনিকেতনে। এবার কর্মসূচীতে থাকছে মায়াপুর, সেখান থেকে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর। রবিবার সকাল সাড়ে ১১টার সময় ভারত সেবাশ্রমে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
08:29 AM (IST) Jan 29
বহস্পতিবার রোড শো থেকে একাধিকবার সৌগত রায়কে আক্রমণ করেন শোভন বৈশাখী। এদিন স্পষ্ট ভাষায় শোভন বলেন সৌগত রায় সর্ব ঘটের কাঁঠালি কলা। এমন কী সৌগত রায়ের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলতে পিছু পা হননি তিনি।