শনিবার অমিত শাহের বাংলা সফর। তাঁর সভা ঘিরে মেদিনীপুরে সাজো সাজো রব। তবে এই সভার দিকে তাঁকিয়ে সারা বাংলা। এই সভার অন্যতম আকর্ষণ হতে চলেছে শুভেন্দু অধিকারী। অপেক্ষায় সারা বাংলা, শুভেন্দুর সঙ্গে কারা কারা শনিবার বিজেপিতে যোগ দান করছে। তাই ১৯ ডিসেম্বর যে ঐতিহাসিক দিন হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।
03:56 PM (IST) Dec 19
কলকাতার উদ্দেশে রওনা দিলেন অমিত শাহ, এদিন কলকাতাতেও রয়েছে তাঁর একাধিক কর্মসূচি।
03:28 PM (IST) Dec 19
03:07 PM (IST) Dec 19
কোভিড ১৯ এ আক্রান্ত হয়েছি, কিন্তু তৃণমূল কংগ্রেসের কেউ খবর নেয়নি, অথচ অমিত শাহ ফোন করে খবর নিয়েছেন, বললেন শুভেন্দু।
03:03 PM (IST) Dec 19
02:51 PM (IST) Dec 19
রাজ্যে এবার গণতন্ত্র ফেরার পালা, বিধানসভা আসন সংখ্যা নিয়ে তৃণমূলকে কটাক্ষ মুকুল রায়ের।
02:28 PM (IST) Dec 19
খোলা চিঠিতে সঠিক সিদ্ধান্ত নিতে রাজ্যবাসী-কে আহ্বান শুভেন্দু-র, তিনি লিখেছেন, মানুষকে সিদ্ধান্ত নিতে হবে সঠিকের পথে।
02:26 PM (IST) Dec 19
মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ার এবং দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন শুভেন্দু, খোলা চিঠিি-তে অভিযোগ, গত ১০ বছরে কোনও কাঙ্খিত উন্নয়ন হয়নি।
02:23 PM (IST) Dec 19
দল যারা তৈরি করল তাঁদের অবদানকে স্বীকৃতি দেওয়া হয়নি, খোলা চিঠিতে তৃণমূল কংগ্রেসকে নিশানা শুভেন্দুর।
02:17 PM (IST) Dec 19
২০২১-এর বিধানসভা ভোটে পরিবর্তনের ডাক শুভেন্দু-র, রাজ্যবাসীকে খোলা চিঠি শুভেন্দুর।
02:15 PM (IST) Dec 19
প্রণব বসু, অমূল্য মাইতি, রমাপ্রসাদ গিরি, তপন দত্ত, কাবেরি চট্টোপাধ্যায়, দুলাল মণ্ডল, স্নেহাশিস ভৌমিক, আকাশদীপ সিনহা, তন্ময় রায়, রঞ্জন বৈদ্য, দেব মহাপাত্র, সুকুমার দাস।
01:51 PM (IST) Dec 19
কৃষক পরিবারে মধ্যাহ্নভোজ করছেেন অমিত শাহ, পরিবারের সীমিত সাধ্যের মধ্যেই হয়েছে মধ্যাহ্ন আহারের, এই আয়োজনেই নাকি খুশি অমিত শাহ, তাঁর সঙ্গে রয়েছেন দিলীপ ঘোষ, মুকুল রায়।
01:40 PM (IST) Dec 19
01:38 PM (IST) Dec 19
একনজরে-
শ্যাম্যাপ্রসাদ মুখোপাধ্যায়, কর্নেল দীপ্তাংশু চৌধুরী, আশিস দত্ত, বাপ্পা মজুমদার, কার্তিক পাল, প্রফুল্ল বর্মণ, সত্যেন রায়, দেবাশিস মজুমদার, প্রাক্তন উপাচার্য গোপাল মিশ্র, প্রাক্তন কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়, চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, নিত্যানন্দ চট্টোপাধ্যায়, গৌতম রায়, সমীরণ মিশ্র, দেবাশিস মুখোপাধ্যায়, ইন্দ্রজিৎ দত্ত, গৌতম মাঝি।
01:25 PM (IST) Dec 19
বিধায়ক- দীপালি বিশ্বাস (গাজোল), তাপসী মণ্ডল (হলদিয়া), বিশ্বজিৎ কুণ্ডু (কালনা), বনশ্রী মাইতি (কাঁথি উত্তর), অশোক দিন্দা(তমলুক), সুদীপ মুখোপাধ্যায় (পুরুলিয়া), সৈকত পাঁজা (মন্তেশ্বর), শীলভদ্র দত্ত (ব্যারাকপুর), সুকনা মুণ্ডা (নাগরাকাটা)
সাংসদ- সুনীল মণ্ডল (পূর্ব বর্ধমান)
01:16 PM (IST) Dec 19
বিজেপি-তে যোগ দিচ্ছেন রাজ্যে ১০ জন বিধায়ক ও সাংসদ। সিপিএম, সিপিআই, কংগ্রেস থেকে একজন করে বিধায়ক রয়েছেন এই দলে। বাকি ছয় জন তৃণমূল কংগ্রেসের।
01:13 PM (IST) Dec 19
মেদিনীপুরে কলেজ গ্রাউন্ডে অমিত শাহ-র সভা আজ কার্যত রূপ নিয়েছে ২০২১-এর পরিবর্তনের মঞ্চ হিসাবে, আজ যে সব বিধায়ক ও সাংসদ বিজেপি-তে যোগ দেবেন তাঁদের জন্য এই মঞ্চ নির্দিষ্ট করা হয়েছে।
12:53 PM (IST) Dec 19
মেদিনীপুরের হ্যালিপ্যাডে নামল অমিত শাহের কপ্টার। হাত নেড়ে শুভেচ্ছা জানালেন। সারা মেদিনীপুর জুড়ে সেজে উঠেছে। মঞ্চ ঘিরে কড়া নিরাপত্তা।
12:52 PM (IST) Dec 19
12:47 PM (IST) Dec 19
12:42 PM (IST) Dec 19
12:40 PM (IST) Dec 19
তৃণমূল কংগ্রেস ছাড়ছেন গাজোলের বিধায়ক দিপালী বিশ্বাস, গত পাঁচ বছর ধরে কোনও উন্নয়ন করতে পারেননি দলের এক শ্রেণীর মানুষের চক্রান্তে, এমনই অভিযোগ করেছেন দিপালী, সম্প্রতি তাঁর আরও ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি, কাজ করতে না পেরে তিনি বিজেপি-তে যাচ্ছেন বলে জানিয়েছেন।
12:32 PM (IST) Dec 19
12:27 PM (IST) Dec 19
সিদ্ধেশ্বরী কালীবাড়িতে পুজো দেবেন অমিত শাহ, কলেজমাঠে সভায় বক্তব্য রাখার আগে এই কর্মসূচি, অমিত শাহ-র প্রতিক্ষায় কালী মন্দিরের সামনে অসংখ্য মানুষের জমায়েত।
12:26 PM (IST) Dec 19
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ ক্ষুদিরাম বসুর পরিবারের, কোনও উন্নয়ন বা সাহায্য-ই করা হয়নি, অমিত শাহ-কে সে কথাই জানানো হবে, জানিয়েছেন ক্ষুদিরাম বসুর পরিবারের সদস্য গোপাল বসু।
12:20 PM (IST) Dec 19
হেলিকপ্টারে মেদিনীপুরে পৌঁছলেন অমিত শাহ, সেখান থেকে চলে যাবেন কলেজমাঠের সভাস্থলে।
12:13 PM (IST) Dec 19
মেদিনীপুরের উদ্দেশে শুভেন্দু অধিকারী, কলেজ মাঠে অমিত শাহ-র সভায় আজ বিজেপি-তে যোগ দেবেন তিনি।
11:09 AM (IST) Dec 19
১ কোটি মানুষ মাত্র ২ সপ্তাহে দুয়ারে দুয়ারে সরকারের লাভ নিয়েছে, টুইট করে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
10:55 AM (IST) Dec 19
10:54 AM (IST) Dec 19
10:52 AM (IST) Dec 19
10:49 AM (IST) Dec 19
10:41 AM (IST) Dec 19
২ দিনের বাংলা সফরে সকাল থেকে কর্মসূচি শুরু। প্রথম কর্মসূচিতে স্বামী বিবেকানন্দের বাড়িতে অমিত শাহ। স্বামীজির ছবিতে দিলেন পুষ্পার্ঘ।
10:03 AM (IST) Dec 19
আজ স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজির সভা উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে, রাত জেগে চলছে যুব মোর্চার কাজ। ১০০০ জন যুব মোর্চা কার্যকর্তা উপস্থিত থাকবেন সভায়। আজ উপস্থিত আছেন পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি সমিত কুমার দাস ও শঙ্কুদেব পণ্ডা।
10:00 AM (IST) Dec 19
সূত্র মারফত জানা গিয়েছে, আজ শুভেন্দু সহ ২০ জন বিধায়ক যোগ দিতে পারেন বিজেপিতে ।
09:37 AM (IST) Dec 19
শনিবার বেলা ১২ টা নাগাত মেদিনীপুরে পৌঁছবেন অমিত শাহ। শহরের কাছেই স্থায়ী হ্যালিপ্যাডে শাহ-র হেলিকপ্টার।