Asianet News Bangla | Published : Apr 28, 2021 2:07 AM IST / Updated: Apr 29 2021, 06:12 PM IST

Election Live Update- অন্তিম দফায় বোমাবাজি-সংঘর্ষে উত্তাল কলকাতা, বিকেল ৫ টা অবধি ভোট পড়ল ৭৬.০৭ শতাংশ

সংক্ষিপ্ত

বৃহস্পতিবার রাজ্যে  ৪ টি জেলার ৩৫ আসনে অষ্টম দফার ভোট।  মোট ভোটার ৮৪ লক্ষ ৯৩ হাজার ২৫৫ জন। ভোটের অন্তিম দফায় এবারও শান্তিপূর্ণ ভোটের জন্য নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের অতিসতর্কতা সঙ্গে কাজের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর অষ্টম দফায় মোট ৭৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন। অষ্টম দফায় ২৮৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে মোট ৩৫ টি বিধানসভা আসনে। ওদিকে ২ মে রবিবার ভোটগণনা হবে। ঠিক তার আগের দিন শনিবার বেলা ১২ টা নাগাদ ভার্চুয়াল বৈঠক ডাকলেন মমতা। ওই দিন প্রার্থী এবং গণনাকেন্দ্রের এজেন্টদের সঙ্গে কথা বলবেন তিনি। 


 
 

 

04:31 PM (IST) Apr 29

শনিবার নয়, শুক্রবারই প্রার্থী-নির্বাচনী এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন মমতা

শনিবার নয়, শুক্রবারই প্রার্থী-নির্বাচনী এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন মমতা

03:45 PM (IST) Apr 29

কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় বহরমপুর কেন্দ্রে ভোট দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি

কেন্দ্রীয় বাহিনীর  তৎপরতায় বহরমপুর কেন্দ্রে ভোট দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি 

&

 

 

03:26 PM (IST) Apr 29

বেলা ১ অবধি ভোট পড়ল ৫৬.১৯ শতাংশ

বেলা ১ অবধি ভোট পড়ল ৫৬.১৯ শতাংশ 

01:57 PM (IST) Apr 29

নানুরের বিজেপি প্রার্থী শ্রী তারক সাহার গাড়ী ভাঙচুর

অষ্টমদফাতেও অশান্তি অব্যহত, এবার নানুরের বিজেপি প্রার্থী শ্রী তারক সাহার গাড়ী ভাঙচুর, অভিযোগের নিশানায় তৃণমূল। 

 

 

 

01:51 PM (IST) Apr 29

বিজেপি কার্যকর্তা মনোজ মালিকে মেরে মাথা ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

অভিযোগ, দিগম্বর জেইন বালিকা বিদ্যালয়, পোস্তার কাছে তৃণমূলের গুন্ডারা পাপু তেওয়ারীর নেতৃত্বে,আগ্নেয়াস্ত্র নিয়ে বিজেপি কার্যকর্তা মনোজ মালিকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে । শ্যামপুকুর বিধানসভার 21 নং ওয়ার্ডের ঘটনা।

01:46 PM (IST) Apr 29

কোভিড বেধে মেনেই অষ্টম দফায় বঙ্গবাসীকে ভোট দেওয়ার আবেদন বিজেপি সভাপতি জেপি নাড্ডা-র

অষ্টম তথা শেষ দফা ভোটে রাজ্যবাসীকে করোনায় সতর্ক থেকে ভোট দিতে আবেদন করলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। বাঙালায় টুইট করে নাড্ডা আবেদন করেন, 'সোনার বাংলা' নির্মাণের জন্য অধিক থেকে অধিকতর সংখ্যায় ভোট দিন।

 

01:21 PM (IST) Apr 29

ভোট গণনার আগেই ভাঙর থেকে উদ্ধার প্রচুর বোমা

ভোট গণনার আগেই ভাঙড়ে বোমা তৈরীর কারখানা উদ্ধার করল পুলিশ। এর পাশাপাশি আরো দুটি জায়গা থেকে প্রচুর তাজা বোমা উদ্ধার উদ্ধার করে। এদিন সকালে গোপন সূত্রে খবর পেয়ে ভগবানপুরে যায় কাশিপুর থানার পুলিশ।

01:07 PM (IST) Apr 29

'অষ্টম দফায় কর্তব্যরত অবস্থায় কেন মন্দিরে'- CRPF-র আইজিকে রিপোর্ট তলব কমিশনের

 ভোট চলাকালীনই দল ধরে তারাপীঠে পুজো দিলেন CRPF-র আইজি, 'অষ্টম দফায় কর্তব্যরত অবস্থায় কেন মন্দিরে'- প্রশ্ন তুলে রিপোর্ট তলব করল কমিশন
 

12:56 PM (IST) Apr 29

কমিশনের নজরবন্দি অবস্থায় ভোট দিলেন অনুব্রত মন্ডল

কমিশনের নজরবন্দি অবস্থায় ভোট দিলেন অনুব্রত মন্ডল, বোলপুরে বাড়ির কাছেই একটু বুথে মেয়েকে সঙ্গে নিয়ে ভোট দিতে যান তিনি
 

12:19 PM (IST) Apr 29

করোনা আক্রান্ত আশা কর্মী ভোটের ডিউটিতে পাঠানোর অভিযোগ

করোনা  আক্রান্ত আশা কর্মী ভোটের ডিউটিতে পাঠানোর অভিযোগ, ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা সাহাপুর মালদা বিধানসভার ১২০ নম্বর বুথে, ঘটনা ঘিরে চাঞ্চল্য

11:43 AM (IST) Apr 29

বেলেঘাটার পরিস্থিতি নিয়ে রিপোর্ট তলব কমিশনের.

খাস কলকাতাতেও অশান্তির ছবি, বেলেঘাটার পরিস্থিতি নিয়ে রিপোর্ট তলব কমিশনের.

11:12 AM (IST) Apr 29

ভোট দিলেন রাজ্যপাল

স্ত্রীকে সঙ্গে নিয়ে চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে ভোট দিলেন রাজ্যপাল। 

11:04 AM (IST) Apr 29

এবার অশান্তি জোড়াসাঁকোতে- 'আক্রান্ত' বিজেপি প্রার্থী

অষ্টম দফা ভোট চলাকালীন আরও এক জায়গা থেকে এল বিজেপি প্রার্থীর আক্রান্ত হওয়ার অভিযোগের খবর। জোড়াসাঁকোয় বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের আক্রান্ত হওয়ার অভিযোগ উঠল। মুক্তিরামবাবু স্ট্রিটে বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ।

11:00 AM (IST) Apr 29

উত্তাল মানিকতলা, কল্যান চৌবে কে ঘিরে অশান্তির অভিযোগ

উত্তাল মানিকতলা, কল্যান চৌবে কে ঘিরে অশান্তির অভিযোগ, ঘটনাস্থলে পৌঁছান সাধন পান্ডে

10:55 AM (IST) Apr 29

বেলেঘাটায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ, পুলিশকে ঘিরে স্থানীয়দের বিক্ষোভ

বেলেঘাটায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ, পুলিশকে ঘিরে স্থানীয়দের বিক্ষোভ

10:55 AM (IST) Apr 29

ডোমকলে বুথের সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে যুবক, কোমরে গোঁজা পিস্তল

ডোমকলে বুথের সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে যুবক, কোমরে গোঁজা পিস্তল

10:13 AM (IST) Apr 29

মহাজাতি সদনের পর বিধান সরণি এবং রবীন্দ্র সরণিতে বোমাবাজি

অষ্টম দফায় বোমাবাজিতে উত্তপ্ত কলকাতা, মহাজাতি সদনের পর বিধান সরণি এবং রবীন্দ্র সরণিতে বোমাবাজি

08:50 AM (IST) Apr 29

কাশিপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে বুথ পরিদর্শনে বিজেপি প্রার্থী শিবাজী

কাশিপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের 248 নং বুথে ভোটারদের লম্বালাইন। বুথ পরিদর্শনে আসেন বিজেপি প্রার্থী শিবাজী সিংহ রায়।

08:48 AM (IST) Apr 29

ভোটের দিন মহাজাতি সদনের সামনে বোমাবাজি

 

ভোটের দিন মহাজাতি সদনের সামনে বোমাবাজি, এলাকায় বিশাল পুলিশ বাহিনী, রিপোর্ট তলব কমিশনের

08:44 AM (IST) Apr 29

নানুরের বিজেপি নেতা খোকন দাসের গাড়ি ভাঙচুর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

শেষদফা ভোটে ব্যাপক উত্তেজনা। নানুরের সিঙ্গি গ্রামে বিজেপি নেতা খোকন দাসের গাড়ি ভাঙচুর। মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে

08:35 AM (IST) Apr 29

শেষ দফা ভোটে বেলা বাড়ার সঙ্গে নানুরে বাড়ছে উত্তেজনা

শেষ দফা ভোটে বেলা বাড়ার সঙ্গে নানুরে বাড়ছে উত্তেজনা। লাভপুরেও অশান্তি। বেশ কয়েকটি গ্রামে বোমাবাজির অভিযোগ তুলেছে সিপিআইএম।

08:32 AM (IST) Apr 29

শেষ দিনের ভোটে সাতসকালে কলকাতার মহাজাতি সদনের সামনে বোমাবাজি

শেষ দিনের ভোটে সাতসকালে কলকাতার মহাজাতি সদনের সামনে বোমাবাজি। আতঙ্কের জেরে উত্তেজনা ছড়ালো সেন্ট্রাল এভিনিউয়ে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

08:30 AM (IST) Apr 29

২০৬ নম্বর বুথে অতীন ঘোষকে ঢুকতে বাঁধা

২০৬ নম্বর বুথে অতীন ঘোষকে ঢুকতে বাঁধা। কাশিপুর-বেলগাছিয়ায় চরম উত্তেজনা।কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাঁধা দেওয়ার অভিযোগ।

08:22 AM (IST) Apr 29

বীরভূমের ময়ুরেশ্বরে তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ

বীরভূমের ময়ুরেশ্বরে তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ তুলল রাজ্যের শাসক দল। মেরে কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা।

08:15 AM (IST) Apr 29

ডিএনডে কলেজে বিজেপি পোলিং এজেন্টকে মারধর-প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ

 ডিএনডে কলেজ- ১৮০ নং বুথে বিজেপি পোলিং এজেন্টকে মারধর-প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ

08:11 AM (IST) Apr 29

মানিকতলা বিধানসভায় বিজেপি এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ

মানিকতলা বিধানসভার ১৩ নম্বর ওয়ার্ডের ৫৬ নম্বর বুথে বিজেপি এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ। বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে এসে এজেন্টকে বুথে বসিয়ে দেন।

08:07 AM (IST) Apr 29

কাশীপুর-বেলগাছিয়া আসনে ভোট দিয়েছেন মিঠুন চক্রবর্তী

২৪৭ নং বুথে কাশীপুর-বেলগাছিয়া আসনে ভোট দিয়েছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী

07:59 AM (IST) Apr 29

ইংলিশবাজারে প্রার্থী করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন কলকাতায়

07:53 AM (IST) Apr 29

শ্যামপুকুর বিধানসভায় বুথ বসতে না দেওয়ার অভিযোগ

ভোটকেন্দ্র-দিগম্বর বালিকা বিদ্যালয়, শ্যামপুকুর (166) বিধানসভা।

157,158,176,168,169,170 এই বুথ গুলোতে বিজেপির ও বিরোধী দলের এজেন্ট বসতে দিচ্ছে না প্রিসাইডিং অফিসার,বলছেন বসার জায়গা নেই,বাড়ি থেকে চেয়ার নিয়ে আসুন।

07:52 AM (IST) Apr 29

অষ্টম দফায় অমিত শাহের টুইট বার্তা

07:41 AM (IST) Apr 29

ইভিএম বিভ্রাট, মালদার মানিকচক শিক্ষায়াতনে এখনও শুরু হয়নি ভোট

ইভিএম বিভ্রাট, মালদার মানিকচক শিক্ষায়াতনে এখনও শুরু হয়নি ভোট

07:37 AM (IST) Apr 29

কলকাতার শ্যামপুকুরে বিজেপি এজেন্টকে বসতে দিতে 'বাধা'-কাঠগড়ায় তৃণমূল

কলকাতার শ্যামপুকুর এলাকায় ৩২ নম্বর বুথে বিজেপি এজেন্টকে বসতে দিতে 'বাধা', অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
 

07:34 AM (IST) Apr 29

বীরভূমে বিজেপি এজেন্টদের বুথে ঢুকতে 'বাধা'- কাঠগড়ায় তৃণমূল

বীরভূমের মুরারই কেন্দ্রের সাফুয়ায় বিজেপি এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়া অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল
 

07:28 AM (IST) Apr 29

অন্তিম দফায় কোভিড বিধি মেনে ভোট দানে আহ্বান বার্তা মোদীর

07:03 AM (IST) Apr 29

ডোমকলে তৃণমূল প্রার্থীর গাড়ির ধাক্কায় সিপিএম কর্মীর মৃত্যু

মুর্শিদাবাদে ডোমকলে ভোট শুরু হতেই প্রবল উত্তেজনা। সিপিএম কর্মীর মৃত্যু, জখম তিন জন। অভিযোগ তৃণমূল প্রার্থী রফিকুল ইসলামের সমর্থকদের গাড়ির ধাক্কায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে

06:52 AM (IST) Apr 29

অন্তিমদফায় শান্তিকেতনের বুথের বাইরে উপস্থিত ভোটাররা

06:22 AM (IST) Apr 29

ফলপ্রকাশের আগের দিন বৈঠক ডাকলেন মমতা

 ২ মে রবিবার ভোটগণনা হবে। ঠিক তার আগের দিন শনিবার বেলা ১২ টা নাগাদ ভার্চুয়াল বৈঠক ডাকলেন মমতা। ওই দিন প্রার্থী এবং গণনাকেন্দ্রের এজেন্টদের সঙ্গে কথা বলবেন তিনি। 

06:20 AM (IST) Apr 29

অষ্টম দফায় মোট ৭৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

অষ্টম দফায় মোট ৭৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন।

06:19 AM (IST) Apr 29

আজ অন্তিম দফায় মোট ভোটার ৮৪ লক্ষ ৯৩ হাজার ২৫৫ জন

  আজ অন্তিম দফায় মোট ভোটার ৮৪ লক্ষ ৯৩ হাজার ২৫৫ জন

06:18 AM (IST) Apr 29

আজ রাজ্যে ৪ জেলার ৩৫ আসনে অষ্টম দফার ভোট গ্রহন

আজ রাজ্যে ৪ জেলার ৩৫ আসনে অষ্টম দফার ভোট গ্রহন